আপনজন ডেস্ক: প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ০.০২ সেকেন্ডের জন্য সোনা জিততে পারেননি অ্যাডাম পিটি। গত পরশু এই ইভেন্টের দুইবারের চ্যাম্পিয়নকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি।
মার্তিনেঙ্গির কাছে সোনা হারানোর পরে আবার দুঃসংবাদ শুনেছেন পিটি। রুপা জয়ের পরের দিন কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন তিনি। করোনা পজিটিভ হওয়ার বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ব্রিটেন অলিম্পিক দল।
ইভেন্ট শেষে গলায় অস্বস্তি অনুভব করারা কথা নিজেও জানিয়েছিলেন পিটি। পরে ২৯ বছর বয়সী সাঁতারুর পরীক্ষা-নিরীক্ষা করা হলে কোভিড পজিটিভ বলে জানা যায়। তার অসুস্থতার বিষয়ে ব্রিটেন দল বিবৃতি লিখেছে,‘ ফাইনালের কয়েক ঘণ্টা পর তার লক্ষণ খারাপ হতে শুরু করে। সোমবার কোভিড টেস্ট করানো হলে তিনি পজিটিভ হন।’ সুইমিংয়ের শেষ দিকে রিলে ইভেন্টে পিটির ফেরার বিষয়ে আশাবাদী ব্রিটেন অলিম্পিক দল। বিবৃতিতে লিখেছে,‘সুইমিংয়ে শেষ দিকে রিলে ইভেন্ট দিয়ে প্রতিযোগিতায় ফেরার আশা করা হচ্ছে।’ ২৯ বছর বয়সী সাঁতারুও তেমনটি জানিয়ে বলেছেন, সপ্তাহের শেষ দিকে দলের হয়ে রিলেতে সেরাটা দেওয়ার জন্য নিজেকে দ্রুত ও পুরোপুরি ফিট করতে মনোযোগ দিচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct