আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: একই পরিবারে শিশু সহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে খুন, অভিযুক্ত হাতুড়ে ডাক্তার শফিকুল ইসলাম ও তার প্রেমিকা স্মৃতি বিবির ফাঁসির দাবিতে বোলপুর মহকুমা আদালতে বিক্ষোভ। এদিন বোলপুর আদালতে তোলা হবে শফিকুল ইসলামকে। আদালতে চত্বরে হাতে পোস্টার, ব্যানার, প্লাকার্ড নিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা।
বীরভূমের বোলপুর থানার রজতপুর গ্রামে গত ৫ই জুলাই শেখ আব্দুল আলিম তার সহধর্মিনী ও চার বছরের সন্তানকে নিয়ে বাড়িতে ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই জানালা দিয়ে ক্লোরোফরম স্প্রে করে প্রথমে অজ্ঞান করে দেওয়া হয়। তারপর ঘরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে খুন করা হয়। ঘটনাস্থলেই চার বছরের শিশু ও আব্দুল আলীমের সহধর্মিনী মারা যায়। পরে হাসপাতালে আলিমের মৃত্যু হয়। নারকীয় হত্যাকাণ্ড ঘটনা সামনে আসতেই গোটা বীরভূম জেলা জুড়ে আলোড়ন পরিবেশ তৈরি হয়। পুলিশ তদন্ত নেমে নিহত আব্দুল আলীমের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবিকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করতে নাম উঠে আসে তার প্রেমিক গ্রামের হাতুড়ে ডাক্তার শফিকুল ইসলাম ওরফে চন্দন। বোলপুর থানার পুলিশ চন্দনকে মুর্শিদাবাদে নবগ্রাম থেকে গ্রেফতার করে।
বোলপুর রজতপুর হত্যাকাণ্ডে মামলা চলছে বোলপুর আদালতে। এদিন বোলপুর মহকুমা আদালতে অভিযুক্ত শফিকুল ইসলামকে তোলা হবে। তার আগেই নিহত আলিমের পরিবার ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনরা বোলপুর মহকুমা আদালতে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে।
বোলপুর মহকুমা আদালতের সামনে অসংখ্য গ্রামবাসী পোস্টার, ব্যানার, ফেস্টুন, নিহতদের ছবি নিয়ে অভিনব প্রতিবাদে সামিল হয়েছে। আন্দোলনকারীদের দাবি একটাই। নির্মম নৃশংসভাবে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্ত স্মৃতি বিবি ও হাতুড়ে ডাক্তার চন্দনকে ফাঁসি দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct