সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার মূল রাস্তাটি একেবারে থানা-খন্দে ভরা। রাস্তার মাঝে হয়েছে দীর্ঘ গর্ত! বর্ষায় বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে পারাপারের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি।
দীর্ঘ আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যাওয়াই স্কুল পড়ুয়াদের পড়াশোনা করতে যেতে অসুবিধা হয়। বারবার প্রশাসনকে জানিও কোন সুরাহ না হওয়ায় অবশেষে টুকুরিয়াপাট উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা গিয়ে আমনপুর পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো। গেটের সামনে বসে থেকে তাদের দাবী জানাতে থাকে ছাত্র ছাত্রীরা। বিক্ষোভে সামিলরতা একাদশ শ্রেণির ছাত্রী প্রিয়া ঘোষ বলে, আমাদের বিদ্যালয় যাওয়ার সময় খুব অসুবিধা হয়। দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে রাস্তাটি। গ্রামের কোন গর্ভবতী মহিলার চিকিৎসা করাতে গেলে গাড়িকে ডাকলেও আসে না। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যাতে অতি দ্রুত এই রাস্তাটি মেরামত করে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct