অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন দিলেন বামেরা। মঙ্গলবার ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) বালুরঘাট ১নং এরিয়া কমিটির তরফে এই ডেপুটেশন দেওয়া হয়। মূলত বালুরঘাট সদর হাসপাতালে চিকিৎসকের ঘাটতি মেটানো, রাত্রি দশটার পরে ভর্তি হওয়া রোগীর প্রয়োজনে ইসিজি’র ব্যবস্থা করা,
রোগীর পরিবারকে কার্ডের মাধ্যমে রক্ত সরবরাহ করা ইত্যাদি প্রায় দশ দফা দাবিতে এদিন লিখিত আকারে ডেপুটেশন দেওয়া হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক কে।
এ বিষয়ে বালুরঘাট ১ নং এরিয়া কমিটির তরফে অনিমেষ চক্রবর্তী জানান, ‘বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন দেবার জন্য এসেছি। রোগীর পরিবারের লোকেরা যাতে চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করতে পারেন তার ব্যবস্থা থাকা, অনেক সময় অন কল থাকা সত্ত্বেও চিকিৎসকরা দেরিতে আসেন; এই ধরনের বিষয় যাতে না ঘটে সেই বিষয়ে গুরুত্ব আরোপ করা, কার্ড এর মাধ্যমে রক্ত সরবরাহ করার মধ্য দিয়ে রক্তদান শিবির করবার বিষয়ে উৎসাহ প্রদান সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আমরা জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারের কাছে ডেপুটেশন দিতে চলেছি। আমাদের দাবি মানা না হলে আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনের সামিল হব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct