আপনজন ডেস্ক: প্যারিস অলিম্পিকের উদ্বোধন হয়েছে চার দিন হয়ে গেল। পদকের লড়াইও শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর চোখে এবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ‘লজ্জা’র।
ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমি খোলামনের মানুষ কিন্তু এটা মনে করি, তারা যা করেছে, সেটার লজ্জার।’
উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মাযাজকেরা সমালোচনা করার পর এমন মন্তব্য করেছেন ট্রাম্প। এ অনুষ্ঠানে ‘ড্রাগ কুইন’ (মেয়েদের পোশাকে ছেলেদের নারীত্ব প্রদর্শনের পারফরম্যান্স) ছাড়াও ডিজে এবং নাচের দল নিয়ে অমর শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির আঁকা অমর চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’–এর চিত্রণ করা হয়।
এর পর থেকেই এ নিয়ে সমালোচনা শুরু হয়। আয়োজক কমিটি ক্ষমাও চেয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিশ্চিত করে বলতে পারি, কোনো ধর্মীয় গোষ্ঠীকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। জরিপগুলো বলছে, আমরা যা করতে চেয়েছি, সেটা অর্জন করতে পেরেছি। যদি কোনো মানুষকে এটা আঘাত করে, আমরা অনেক অনেক দুঃখিত।’
পরের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের উদ্বোধনে কী করবেন, এমন প্রশ্নের উত্তরে বলেছেন, ‘লাস্ট সাপারকে যেভাবে প্রদর্শন করা হয়েছে, আমরা সেটা করব না।’
অলিম্পিক ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে। প্যারিসের সিন নদীতে হওয়া এই মহাযজ্ঞে পারফর্ম করেছেন মোট তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী। প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলির নির্দেশনায় এই আয়োজনে ফ্রান্সের সাংস্কৃতিক, ভাষিক, ধর্মীয় ও লৈঙ্গিক বৈচিত্র্য তুলে ধরতে চেয়েছেন আয়োজকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct