আপনজন ডেস্ক: ম্যানচেস্টার সিটিতে যখনই সুযোগ পেয়েছেন বেশির ভাগ সময় কাজে লাগিয়েছেন। তবু প্রথম একাদশে জায়গা হয় না হুলিয়ান আলভারেজের। ফলে সিটি ছাড়ার গুঞ্জন সবসময়ই থাকে এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তরুণকে নিয়ে। গত কয়েকদিন ধরে চলা গুঞ্জনের জবাবে আলভারেজ বললেন, অলিম্পিকের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন।
গত জুনে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। সফল টুর্নামেন্ট শেষেই আর্জেন্টিনার হয়ে অলিম্পিক ফুটবলে অংশ নিতে ফ্রান্স উড়াল দিয়েছেন আলভারেজ। সেখানেই সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় আলভারেজকে। যদিও এখনো সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাকি ৪ বছর। ইংলিশ ক্লাবটিতে খারাপ আছেন, এমন কিছু বলেননি আলভারেজ। বরং বললেন, গত মৌসুম তার বেশ ভালো কেটেছে। সিটিতে তার খারাপ লাগার জায়গা মূলত, বেশি সময় খেলতে না পারা।
আলভারেজ বলেন, এই বিষয়ে অনেক কথা হচ্ছে। এখন আমি কেবল এখানে (অলিম্পিকসে) মনোযোগী, কারণ এটা ছোট একটা টুর্নামেন্ট। ম্যানচেস্টার সিটিতে আমি খুব ভালো আছি, অনেক মিনিট খেলেছি।’ সিটিজেন কোচ পেপ গার্দিওলার কথা অনুযায়ী, সিটিতে আলভারেজ বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে তারকা সমৃদ্ধ দলটিতে বেশির ভাগ সময় শুরুর একাদশে জায়গা পান না তিনি। গত মৌসুমের এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারের ম্যাচেও বদলি হিসেবে খেলার সুযোগ পান তিনি। তবে বাইরে বসে থাকতে বিরক্তিকর লাগলেও গত মৌসুম ভালো কেটেছে বলেই দাবি আলভারেজের। তিনি বলেন, ‘বড় ম্যাচে বাইরে থাকাটা হয়তো কিছুটা বিরক্তিকর, খেলোয়াড়রা সবসময় মাঠে নেমে দলকে সাহায্য করতে চায়। তবে মৌসুমটা আমরা বেশ ভালো কেটেছে, তাই আমি খুব খুশি।’ তবে তার মনেও যে সিটিতে থাকা না থাকা নিয়ে দ্বিধায় আছে সেটা বুঝিয়ে দেন পরের কথাতে। তিনি বলেন, ‘তবে গেমসের পর এই বিষয়ে ভাববো। প্রথমত, সম্ভব হলে আমি কিছুদিনের ছুটি নেবো। এরপর আমরা সিদ্ধান্ত নেবো।’ বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছে সিটি। প্রাক-মৌসুম পর্ব চলছে তাদের। আলভারেজের ভবিষ্যৎ গন্তব্যের গুঞ্জন সম্পর্কে অবগত আছেন গার্দিওলাও। তিনি বলেন, আমি জানি, সে গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলতে চায়, কিন্তু অন্য খেলোয়াড়ও খেলতে চায়। আমাদের ১৮ থেকে ১৯ জন খেলোয়াড় আছে, যারা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চায়। আমি (সংবাদ) পড়েছি যে, সে এই বিষয়ে ভাববে। ঠিক আছে ভাবুক। এরপর সে আমাদের জানাবে যে কী করতে চায়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct