সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: পথ দুর্ঘটনা রোধে রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি “সেফ ড্রাইভ, সেভ লাইফ”।জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানায় থানায় উক্ত বিষয়ে পদযাত্রা,পথনাটিকা,স্কুল পড়ুয়াদের নিয়ে নানান কর্মসূচির মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়ার কাজ অব্যাহত।পাশাপাশি এবার ব্যস্ততম বাজার এলাকায় বড়ো বড়ো গর্তে পরিপূর্ণ, যা পথ চলতি মানুষজন সহ বিভিন্ন যানবাহনকারী পথ দূর্ঘটনার কবলে পড়তে পারে।সেই বার্তা খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলীর কাছে পৌঁছতেই তিনি ভীমগড় ব্যবসায়ী সমিতিকে সাথে নিয়ে রাস্তা সংস্কারে উদ্যোগী হন।মঙ্গলবার সেই চিত্র দেখা যায় রাণীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর ভীমগড় বাজার এলাকায়। স্থানীয় ব্যবসাদার সহ পথচারীদের বক্তব্য যে বর্ষা এলেই ভীমগড় বাজার এলাকার রাস্তায় হাঁটু ভর্তি গর্ত দেখা দেয়।জল জমে সেটা আরো দূর্বীসহ হয়ে ওঠে।জীবন বাজি রেখে যাতায়াত করতে হয়।এমনকি অনেক সময় ছোটো ছোটো গাড়ি গুলিও রাস্তায় পাল্টি খেয়ে পড়ে।ভীমগড় ব্যবসায়ী সমিতির সভাপতি দীনবন্ধু সাঙ্গুই এক সাক্ষাৎকারে বলেন এটি ১৪ নম্বর জাতীয় সড়ক। সেই হিসেবে জাতীয় সড়ক কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি। সেই হিসেবে খয়রাশোল থানার ওসি র দৃষ্টি আকর্ষণ করতেই তিনি যে পদক্ষেপ নিলেন তা সাধুবাদ জানাতেই হয়। অনুরূপ বিভিন্ন গাড়ির চালক থেকে পথ চলতি মানুষজন সকলেই একবাক্যে এই রূপ উদ্যোগ গ্রহণকারীদের সাধুবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct