আপনজন ডেস্ক: রেল নেটওয়ার্কে হামলার রেশ কাটতে না কাটতেই ফের নাশকতার শিকার ফ্রান্স। এবার কেটে ফেলা হয়েছে দেশটির কয়েকটি অপটিক্যাল ফাইবার কেবল। ফলে ফান্সের কয়েকটি অঞ্চলে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) ফ্রান্সের সেক্রেটারি অব স্টেট ফর ডিজিটাল অ্যাফেয়ার্স বিভাগের মেরিনা ফেরারির বলেন, গত রবিবার রাতে ফরাসি ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা করা হয়। নাশকতার কারণে স্থানীয় ইন্টারনেট, ল্যান্ডলাইন ও মোবাইল নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হয়।
এই হামলায় ফ্রান্সের মোবাইল সেবাদাতা কোম্পানি এসএফআর, ফ্রি ও বুইগা’র ইন্টারনেট নেটওয়ার্ক বিঘ্ন হয়। এসএফআর এর মুখপাত্র বলেন, একমাত্র কোনো ‘কুড়াল বা গ্রাইন্ডার’ এর মাধ্যমে তারগুলো কাটা সম্ভব। তারের কোন অংশগুলোকে আঘাত করেছে তা নির্দিষ্ট করেনি কোম্পানিটি। তবে ‘বেশ কয়েকটি অংশে’ কেটে ফেলার হয়েছে বলে জানিয়েছে এসএফআর।
তবে ফ্রি বলেছে, ছয়টি বিভাগের তারগুলো এই হামলার শিকার হয়েছে, যার মধ্যে দুটি উত্তরে ও অন্য চারটি ভূমধ্যসাগরের উপকূলে দক্ষিণে রয়েছে। এই চারটি বিভাগে ইন্টারনেট সেবা পুনরুদ্ধারে অগ্রগতি করেছে কোম্পানিটি এবং অন্য দুটিতে তারগুলো ঠিক করার কাজ চলছে।
ইন্টারনেট সেবা পর্যবেক্ষণকারী সংস্থা জোন এডিএসএল অ্যান্ড ফাইবার বলেন, স্থানীয় সময় রাত দুইটার দিকে ইন্টারনেট বিভ্রাট শুরু হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct