আপনজন ডেস্ক: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে ধৃত তৃণমূল নেত্রী অনুব্রত মণ্ডলের জামিন মঙ্গলবার মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ অনুব্রত মণ্ডলকে স্বস্তি দিয়েছে এই ভেবে যে এই মামলার শুনানিতে সময় লাগবে এবং তিনি দু’বছর ধরে কারাগারে রয়েছেন।
তবে ২০২২ সালের নভেম্বরে একই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক গ্রেপ্তার হওয়ায় তৃণমূল নেতাকে জেলেই থাকতে হবে। শীর্ষ আদালত অনুব্রত মণ্ডলকে তদন্তে সহযোগিতা করে তার পাসপোর্ট সমর্পণ করার নির্দেশ দিয়েছে।
শুরুতেই অনুব্রত মণ্ডলের তরফে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি জানান, ২০২২ সালের ১১ অগস্ট তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় এবং তিনি দু’বছর ধরে জেলে রয়েছেন। মামলার অন্য সব আসামি জামিনে আছেন, এটা ন্যায়বিচারের সঙ্গে তামাশা। রোহতগির অভিযোগ, তাঁকে চার্জশিটের ইংরেজি সংস্করণ দেওয়া হয়নি, যা মূলত বাংলায় ছিল। বিস্ময় প্রকাশ করে বেঞ্চ বলে, ‘তুমি বাঙালি। আপনি অনুবাদ করুন’। রোহতগি বলেন, চার্জশিটে এক লক্ষেরও বেশি পাতা রয়েছে, যাতে ১০ হাজারের বেশি বাংলা লেখা রয়েছে।
প্রবীণ আইনজীবী বলেন, এই মামলায় ৩০৯ জন সাক্ষী রয়েছেন এবং বিচার শীঘ্রই শেষ হওয়ার সম্ভাবনা নেই। সিবিআইয়ের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের বিরোধিতা করে বলেন, অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত।
গত বছর জানুয়ারি মাসে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তিনি জামিনের আবেদন করেছিলেন, সে সময় তিনি জামিন দিয়েছিলেন যে তিনি দীর্ঘদিন ধরে হেফাজতে ছিলেন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বেআইনি সম্পদ অর্জনের অভিযোগের আরও তদন্ত চলছে বলে ধরে নিয়ে হাইকোর্ট জানিয়েছিল, তাঁকে জামিনে মুক্তি দিলে সাক্ষীদের মনোবল ও আত্মবিশ্বাসে বিরূপ প্রভাব পড়বে এবং প্রমাণ সংগ্রহে গুরুতর প্রভাব পড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct