নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে মেট্রোর পরিষেবার সংখ্যা ও সময় দুটি বাড়ছে। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন ,আগামী সোমবার ৫ অগাস্ট থেকে কবি সুভাষ স্টেশন থেকে প্রথম মেট্রো নটার পরিবর্তে সকাল আটটায় ছাড়বে। অপরদিকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে সকাল ন’টার পরিবর্তে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল আটটায়। শুধু তাই নয় এই দুটি স্টেশন থেকে বিকেল সাড়ে চারটের বদলে শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত আটটায়। তবে রবিবার দিন কোন পরিষেবা পাওয়া যাবে না। এর ফলে প্রতিদিন ৪৮ টি মেট্রো পরিষেবা যাত্রীরা পাবেন এই লাইনে। এরমধ্যে ৩৭ টি আপ ও ৩৭টি ডাউন অর্থাৎ কুড়ি মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। মোট ৭৪ টি পরিষেবা মিলবে। শনিবারও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে। বর্তমানে ওই লাইনে সকাল ন’টায় মেট্রো পরিষেবা চালু ছিল। ৪৮ টি মেট্রোর পরিষেবা মিলতো যাত্রীদের । কিন্তু এখন পাবে ৭৪ টি পরিষেবা। ক্রমাগত কর্মস্থলে যাওয়ার যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং বিভিন্ন সংস্থাগুলিকে মর্নিং সিফট সকাল থেকে শুরু হওয়ায় এগিয়ে আনা হলো মেট্রো পরিষেবার সময়সূচী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct