নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: মাদকদ্রব্য আমাদের সমাজে চরম বিরূপ প্রভাব যে ফেলে তার প্রমাণ রয়েছে অসংখ্য। দেশের কোনো না কোনো প্রান্তে প্রায় প্রতিনিয়তই মাদকের কারণে পরিবার ও সমাজের ওপর দিয়ে বয়ে যায় দুর্ভোগের কালো ছায়া। মাদকাসক্ত ব্যক্তির হাতে মা, বাবা, স্ত্রী-সন্তান, আত্মীয়স্বজন খুনের ঘটনা ঘটেছে অসংখ্যবার। মাদকের কারণে এ দেশে বহু পরিবার ধ্বংস হচ্ছে।নেশা মুক্ত সমাজ গড়তে এগিয়ে এলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন।অল ইন্ডিয়া প্রয়ামে ইনসানিয়াত বসিরহাট ইউনিটের উদ্যোগে নেশা মুক্ত ক্যাম্পের আয়োজন করা হয়েছে রবিবার দুপুর দুটো নাগাদ বসিরহাটের কাটাখাল খারিজী মাদ্রাসায়।
এদিনের এই শিবিরে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান অতিথি নুরুস সাবাহ ইসমাইল নাদবী, কনভেনার মাওলানা আজিজুর রহমান, অনুষ্ঠানের আহ্বায়ক আসিফুর রহমান ও অধ্যাপক মাওলানা আবুসালেহ নাদোবি। এদিন বিধায়ক রফিকুল ইসলাম বলেন,কেউ জন্ম থেকে মাদকাসক্ত হয় না। যেসব কারণে একজন মানুষ মাদকাসক্ত হয়ে উঠে তার কারণ চিহ্নিত করে মাদকাসক্ত ব্যক্তিকে মাদকের করালগ্রাস থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাতে হবে। এ ছাড়া সমাজ থেকে মাদক উচ্ছেদে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, দেশের সব সচেতন নাগরিককে ভূমিকা নিতে হবে, এবং এইসব কাজে এগিয়ে আসতে হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct