নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: সোমবার কলকাতা হাইকোর্টে আধাসেনার নিয়োগ নিয়ে শুনানী ছিল। উল্লেখ্য ২০২১ এবং ২০২২ এর নিয়োগে বহু বহিরাগত জাল ডোমিসাইল দিয়ে চাকরি পেয়েছিলেন। তাদের বিরুদ্ধে বাংলা পক্ষ সোচ্চার হয়ে আইনি পথে হাঁটে।তারফলে আজকের এই রায়ে অনেকের চাকরি বাতিল করিয়েছে মহামান্য আদালত।
ফলে এটি বাংলা পক্ষ সংগঠনের বিরাট জয় বলে মত ব্যক্ত করেছেন সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জী ও শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি। তাদের দাবি সেই শূন্যপদে চলতি বছর লিস্টে থাকা ভূমিপুত্রদের নিয়োগ চেয়েছে৷ তাই ওই শূন্য পদে নতুন করে নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। বঞ্চিত বাঙালি ছেলেমেয়েরা আবার চাকরি পেতে পারে বলে হাইকোর্ট জানিয়েছে। বলা ভালো
কেন্দ্রীয় আধাসেনায় বাংলার রাজ্য কোটায় বাংলার স্থায়ী বাসিন্দাদের বঞ্চিত করে জাল ডোমিসাইল ও জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি দখল করছিল বিহার ও ইউপির বহিরাগতরা৷ বাংলা পক্ষ ময়দানে নেমে লড়াই করে। বিভিন্ন জায়গায় জাল চাকরিপ্রার্থীদের ধরে পুলিসে দেওয়া হয়, এফআইআর হয় এবং বিভিন্ন এসডিও অফিসে অভিযান করে বাংলা পক্ষ। হাইকোর্টে মামলাও করা হয়েছিল, যার প্রেক্ষীতে সিবিয়াই তদন্তও হয়। এর ফলে সিআরপিএফ ৫৫০০ জন সম্ভাব্য জাল চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করে।
আমরা চাই এই ৫৫০০ চাকরি ওই বছরগুলোয় লিস্টে থাকা বাংলার যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ হোক । আজকেই হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলা পক্ষ ভূমিপুত্র চাকরি প্রার্থীদের স্বার্থে ভবিষ্যতেও লড়াই করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct