সমীর দাস, কলকাতা, আপনজন: লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্যর পরে দলে সংশোধন যাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। আর বিধানসভা উপ নির্বাচনে সবকটিতে জেতার পর এবার আসরে বাম আমালের দেওয়া জমি নিয়ে । নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাম আমলে ইএম বাইপাস, পাটুলি, কসবা প্রভৃতি এলাকায় প্রচুর মানুষকে জমি লিজ দেওয়া হয়েছিল। সবমিলিয়ে জমির পরিমাণ কয়েক হাজার একর। কিন্তু, দেখা যাচ্ছে অনেকে জমি লিজ নেওয়ার পর বসতি বাড়ি বা কলকারখানা কিছুই করেননি, উল্টে সেই সমস্ত জমি অন্যকে ভাড়া দিয়ে আয় করছেন। আবার অনেকেই পুরসভা থেকে বিল্ডিং প্ল্যানের জন্য অনুমতি নিলেও কোনও ধরনের নির্মাণ নির্মাণকাজ শুরু করেননি। অথচ এই নিয়ে সরকারের কাছে আগে কোনও তথ্যই ছিল না। এই সমস্ত জমিগুলিকে এবার শনাক্ত করে সংশ্লিষ্ট মালিকদের নোটিশ ধরাচ্ছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। স্বাভাবিক কারণেই শঙ্কিত তারা যাদের জমি দেওয়া হয়েছিল। বাম আমলে বহু জমি কম দামে লিজ দেওয়া হয়েছিল। অফিস তৈরি, কারখানা তৈরি অথবা বাড়ি বানানোর জন্য এই সমস্ত জমি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু, সরকারের কাছ থেকে জমি পাওয়ার পর অনেকেই সেই জমি বছরের পর বছর ধরে ফেলে রেখেছেন। কিছুই তৈরি করা হয়নি এই সমস্ত জমিতে। শুধু তাই নয়, অনেকেই আবার বেআইনিভাবে এই সমস্ত জমির হাত বদল করেছেন। নিয়ম অনুযায়ী, জমি নেওয়ার পর তিন বছরের মধ্যে নির্মাণ করতে হবে। তাই নিয়ম মেনেই রাজ্য সরকার এই জমিগুলি নিলামে তুলতে চাইছে। শুরু হতে চলেছে আবার এক নতুন সংগ্রাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct