আপনজন ডেস্ক: ২০১৪ সালের পর আগামী অক্টোবরে তৃতীয়বারের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড সভা হবে ঢাকায়। বোর্ড সভা বসার খবরটি দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নাজমুল হাসান বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা।
নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।
আগামী অক্টোবরে বাংলাদেশে বাংলাদেশে হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তখনই বসবে বোর্ড সভা। এই সভায় হতে পারে পরবর্তী আইসিসি সভাপতি নির্বাচনও।
১৯৯৮ সালে মিনি বিশ্বকাপের সময় প্রথমবার ঢাকায় বসেছিল আইসিসি বোর্ড সভা।
এরপর দ্বিতীয়বার আইসিসির সভা ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে বাংলাদেশ। এবার দশ বছর পর এই বোর্ড সভার আয়োজক হচ্ছে বাংলাদেশ।
শোনা যাচ্ছে, পরবর্তী আইসিসির বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct