আপনজন ডেস্ক: রোঁলা গারোর লাল সুরকির কোর্টের সঙ্গে রাফায়েল নাদালের সম্পর্কটা আত্মিক। এই কোর্টেই রেকর্ড ১৪বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেছেন স্প্যানিশ এই কিংবদন্তি। সেখানেই কিনা প্যারিস অলিম্পিকের একক ইভেন্টে থামতে হলো দ্বিতীয় রাউন্ডে। আরেক কিংবদন্তি নোভাক জোকোভিচের কাছে হেরে স্বপ্ন থেমেছে নাদালের।
ড্রয়ের পর থেকেই আলোচনায় ছিল দুই টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের ম্যাচ। যদিও লড়াইটা সহজেই জিতেছেন রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ। সরাসরি সেটে নাদালকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন এই সার্বিয়ান তারকা।
দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের জয় ৬-১ ও ৬-৪ গেমে।
প্রথম সেট ৬-১ ব্যবধানে জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটেও ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন জোকোভিচ। এরপর ঘুরে দাঁড়ান নাদাল। টানা দুটি ব্রেক পয়েন্ট তুলে নেওয়ার সঙ্গে নিজের সেটে পয়েন্ট আদায় করলে ম্যাচ দাঁড়ায় ৪-৪ এ। কিন্তু এরপর নিজের সার্ভে পয়েন্ট নিতে পারেননি।
ব্রেক পয়েন্ট আদায় করে ফের এগিয়ে যান জোকোভিচ। পরে নিজের সার্ভিসে পয়েন্ট তুলে ম্যাচও জিতে নেন তিনি।
একক ইভেন্টে বাদ পরলেও দ্বৈতে নাদাল খেলছেন কার্লোস আলকারাজকে নিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct