আপনজন ডেস্ক: সীমান্তবর্তী কুরস্কসহ রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেনের অন্তত ৩৯টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বেলগোরোদ এবং ব্রায়ানস্কের সীমান্ত অঞ্চলে যথাক্রমে ৯টি এবং ৫টি ইউক্রেনিয় ড্রোন জব্দ করা হয়েছে।
অন্যদিকে লেনিনগ্রাদ এবং ভোরোনেজ অঞ্চলেও রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ড্রোন ভূপাতিত করেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
কুরস্কে ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে গভর্নর আলেক্সি স্মিরনভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, অঞ্চলটির প্রশাসনিক রাজধানীর পাশাপাশি পনিরভস্কি, প্রিস্টেনস্কি, সোলন্টসেভস্কি, সুদজানস্কি এবং জোলোতুখিনস্কি জেলাগুলোতে ড্রোনের ধ্বংসাবশেষ ভেঙে পড়ার ঘটনা রেকর্ড করা হয়েছে।
স্মিরনভ বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ ভেঙে পড়ায় সুদজানস্কি জেলার একটি সড়ক সেতু এবং সোলন্টসেভস্কি জেলার বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct