আপনজন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) শৃঙ্খলা কমিটি সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৮ জুলাই) ফাঁস হওয়া নথির বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম এ খবর দিয়েছে। তবে সিদ্ধান্তটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। চলতি মাসের শুরুর দিকে জ্যাকব জুমার বিষয়ে দলের শৃঙ্খলা কমিটির কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত হয়।
এ সংক্রান্ত ফাঁস হওয়া নথিপত্র হাতে পেয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে লেখা আছে, ‘অভিযুক্ত সদস্যকে এএনসি থেকে বহিষ্কার করা হলো। ২১ দিনের মধ্যে অভিযুক্ত সদস্যের ন্যাশনাল ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করার সুযোগ আছে।’
নথিতে ২৯ জুলাই তারিখ উল্লেখ করা আছে। গত বছরের ডিসেম্বরে নবগঠিত রাজনৈতিক দল উমখুনটো উই সিজকে (এমকে) সমর্থন দেন জ্যাকব জুমা। গত জানুয়ারিতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জুমার সদস্যপদ স্থগিত করে।
গত ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে এএনসির কিছু ভোট এমকেতে চলে যায়। নির্বাচনে ১৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে এমকে তৃতীয় হয়। জুমা এখন দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার ৪০০ আসনবিশিষ্ট জাতীয় পরিষদে জুমার দলের ৫৮টি আসন আছে।
মে মাসে অনুষ্ঠিত ভোটে এএনসি ৪০ শতাংশ ভোট পেতে সক্ষম হয়। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটিয়ে গত তিন দশক ধরে ক্ষমতায় থাকা দলটি এবারই সবচেয়ে কম ভোট পেয়েছে।
১৯৫৯ সালে কিশোর বয়সী জুমা এএনসির নবীনদের শাখায় যোগ দেওয়ার মধ্য দিয়ে দলটির সঙ্গে যুক্ত হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct