রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: গ্রীষ্মকালীন সময়ে অসহায় মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার উৎসর্গ প্রকল্পে জঙ্গিপুর পুলিশ জেলার তত্বাবধানে সামশেরগঞ্জ থানার পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে রক্তদান শিবিরে অর্ধশতাধিক মানুষ রক্তদান করেন। শিবিরে নিজেই রক্তদান করেন সামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার। পাশাপাশি সিভিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা রক্তদান করেন। শিবিরে মহিলাদের রক্তদানের চিত্র লক্ষ করা যায়। এদিন রক্তদানের পাশাপাশি দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ৮০ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।
এদিনের রক্তদান শিবির ও মোবাইল বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, ফরাক্কার এসডিপিও কৌশিক বসাক, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং, ওসি অভিজিৎ সরকার, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইঞ্জামামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন থানায় অভিনব উদ্যোগ নিয়ে রক্তদান শিবির ঘিরে সাধারণ মানুষ, সিভিক এবং পুলিশ কর্মীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করায় সামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার ও পুলিশ প্রশাসনের কর্তাদের সাধুবাদ জানান সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা।
এদিন রক্ত দিতে আসা সকল রক্তদাতাদের অভিনব উদ্যোগে গাছের চারা প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মূলত বৃক্ষরোপণ নিয়ে সচেতনতা করতেই এমন উদ্যোগ নেওয়া হয় সামশ্ররগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct