নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে অনুষ্ঠিত হল প্রগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট (পিস) এর জেলা সম্মেলন এবং ওবিসি সংরক্ষণ সমস্যা সমাধান মূলক আলোচনা সভা। এই আলোচনা সভায় পিস সংগঠনের সভাপতি তথা বঙ্গবাসী কলেজের অধ্যাপক ডঃ আব্দুল হাদীর সংক্ষিপ্ত ভাষণ দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে সংগঠনের সেক্রেটারি ওমর ফারুক মহাশয় বলেন, বর্তমানে পশ্চিমবাংলার সংখ্যালঘু জনজাতির জ্বলন্ত সমস্যা হল ওবিসি সংরক্ষণ বাতিল হওয়া। তিনি আরো বলেন, রাজ্য সরকারকে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই সমস্যার সমাধান করতে হবে এবং সুপ্রিম কোর্টের আইনী লড়াই করতে হবে। নচেৎ বাংলার পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। এটা খুবই উদ্বেগের বিষয়। সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের এই বৃহৎ ক্ষতির অবস্থা সম্পর্কেও অবহিত নন। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিতভাবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সম্প্রীতি রক্ষা করে চলতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার তথা আরটিআই অ্যাক্টিভিস্ট তৌহিদ আহমেদ খান , আশানুর মল্লিক , রেহেনা খাতুন , ফরিদ মন্ডল, এবং মুরাদ আলি মহাশয় ও আরো অনেকে।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত পিস সংগঠনের সদস্য বৃন্দ এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। পরবর্তীতে গঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলা কমিটি।
অবশেষে সেক্রেটারি বলেন, পিস সংগঠনের পরবর্তী মিটিং দক্ষিণ ২৪ পরগণায় অনুষ্ঠিত হবে আগামী আগস্ট মাসে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct