আব্দুস সামাদ মন্ডল, ফুরফুরা, আপনজন: সম্প্রতি দিল্লিতে বিজেপির দুই সাংসদ সুকান্ত মজুমদার এবং নিশিকান্ত দুবে সংসদে এমন দাবি তুলেছেন যা প্রকারান্তরে বাংলা ভাগেরই নামন্তর। সেই দাবির মধ্যে বিজেপির বিচ্ছিন্নতাবাদী, সাম্প্রদায়িক মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে বলে আইএসএফ-এর অভিযোগ। এ ব্যাপারে এক প্রেস বিবৃতিতে আইএসএফের তরফে অভিযোগ করা হয়েছে, আসলে পশ্চিমবঙ্গকে টুকরো করে রাজ্যের স্থিতিশীলতা বিঘ্নিত করতে চাইছে বিজেপি। রাজ্যগুলিকে ছোট আকারে ভেঙে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই আঘাত করার প্রচেষ্টা নিচ্ছে।
এ ব্যাপারে আইএসএফ বলেছে, জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে বিহারের তিন জেলা ও পশ্চিমবঙ্গের দুই জেলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে নিয়ে আসা, গ্রেটার কোচবিহার বলে আলাদা রাজ্য গঠন কিংবা উত্তর পূর্ব ভারতের সঙ্গে রাজ্যের উত্তরের জেলাগুলিকে যুক্ত করা - সবই হচ্ছে পশ্চিমবঙ্গকে টুকরো টুকরো করার অপপ্রয়াস।
রাজ্যগুলিকে ভাষা, ধর্মের ভিত্তিতে ভাগ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দূর্বল করে এককেন্দ্রিক রাষ্ট্র তৈরি করা আরএসএস-বিজেপি’র পুরোনো ছক বলে আইএসএফের অভিযোগ। বিজেপি সাংসদরা যখন বাংলা ভাগের চক্রান্ত করছে তখন তৃণমূল শাসিত রাজ্য সরকারের তরফে তেমন উচ্চবাচ্য নেই বলে আইএসএফের অভিযোগ। আইএসএফের দাবি, রাজ্যভাগের এই চক্রান্তে বিজেপি ও তৃণমূল কংগ্রেস- উভয়ের দলেরই সুবিধা। রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলি যেমন নদী ভাঙন, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি থেকে মানুষের মনকে ঘুরিয়ে রাখা যাবে।
তবে, উন্নয়নের অভাবে উত্তরবঙ্গের মানুষের মনে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জন্মাচ্ছে বলে অভিযোগ আইএসএফের। তাদের বক্তব্য, আসলে উত্তরবঙ্গকে রাজ্য সরকার যেভাবে নিরবিচ্ছিন্নভাবে অবহেলা করে চলেছে, তাতে ঐ অঞ্চলের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ কার্যত অচল। পাহাড়ের উন্নয়ন স্তব্ধ। সেই ক্ষোভ-বিক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপি বিচ্ছিন্নতাবাদকে মদত দিয়ে চলেছে। রাজ্য সরকারকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রতিটি নাগরিকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে দাবি জানিয়েছে আইএসএফ। সেই সঙ্গে আইএসএফ বিজেপি’র এই হিন্দুত্বের জিগির তুলে রাজ্য ভাঙার অপপ্রয়াসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছে। বাংলাকে আরো একবার ভাঙার এই চক্রান্ত রুখে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আইএসএফের তরফে বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct