আপনজন ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে সূর্যকুমার যাদবের রসায়নটা ‘স্পেশাল’। প্রতিপক্ষ, মাঠ, বোলার—এই সংস্করণে মাঠে নামলে যেন সবই ভুলে যান সূর্য। শুধু ব্যাটটা চালিয়ে যেতে থাকেন। সেটা কখনো ড্রাইভ, পুলের মতো ক্রিকেটের প্রথাগত সব শটে কিংবা নতুন কোনো উদ্ভাবনে।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ মেয়াদে প্রথমবার ভারতকে নেতৃত্ব দিয়েছেন। কোথায় ভয়ডর করে খেলবেন, তা না; উল্টো করেছেন ২২ বলে ফিফটি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর দ্বিতীয় দ্রুততম ফিফটি। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
ম্যাচসেরার পুরস্কার জিতে নতুন এক রেকর্ডেও নাম লিখিয়েছেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ ১৬ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সূর্য। কোহলিও জিতেছেন সমান ১৬ বার। তবে কোহলি সূর্যর চেয়ে ম্যাচ বেশি খেলেছেন ৫৬টি।
মাত্র ৬৯ ম্যাচ খেলেই ১৬ বার ম্যাচসেরা হয়েছেন সূর্য, যেখানে কোহলি খেলেছেন ১২৫ ম্যাচ। কোহলির চেয়ে পিছিয়ে থাকা এই ৫৬টি ম্যাচ খেললে সূর্য আরও অনেকবার ম্যাচসেরা হবেন, সেটা নিশ্চিত।
কোহলি আর সূর্যর পরে এ তালিকায় আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ৯১ ম্যাচে ১৫ বার ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। তালিকার ৪ নম্বরে থাকা মোহাম্মদ নবী ১৪ বার ম্যাচসেরা হয়েছেন ১২৯ ম্যাচ খেলে।
রোহিত শর্মাও ১৪ বার ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন। তিনি খেলেছেন ১৫৯টি ম্যাচ। মালয়েশিয়ার বিরানদীপ সিংও ১৪ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। তাঁর লেগেছে ৭৮টি ম্যাচ।
এই তালিকার শীর্ষে দশে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১২৯ ম্যাচে সাকিব ১২ বার ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct