আপনজন ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে একটি স্থানীয় গেস্টহাউস ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানিয়েছে, দুর্যোগের কারণে একতলার একটি অতিথি ভবন ধসে পড়লে ১৮ জন মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় এখন পযর্ন্ত ১১টি মৃতদেহ এবং ছয়জনকে আহত আবস্থায় উদ্ধার করা হয়েছে। পাহাড়ে আকস্মিক বন্যার কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।
ঘটনার পর ২৪০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাষ্ট্র-চালিত বেইজিং ইয়ুথ ডেইলির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের ধারে কাদা, ধ্বংসাবশেষ ও উপড়ে পড়া গাছগুলো একটি তিনতলা ভবনের সামনে পড়ে আছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct