আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ অভিবাসীদের প্রায় আড়াই লাখ সন্তানের ভাগ্য নির্ভর করছে দেশটির সরকারের করুণার ওপর। এই সন্তানেরা বাবা–মায়ের সঙ্গে ছোট শিশু হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এদের বড় একটি অংশ ভারতীয়। কিন্তু তাদের বয়স এখন ২১ বছর হওয়ায় তারা আর যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। এ অবস্থায় তাদের নিজ বাবা-মায়ের দেশে ফিরতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীদের এ রকম প্রায় ২ লাখ ৫০ হাজার সন্তান রয়েছে, যাদের অধিকাংশ ভারতীয়। এই পরিস্থিতির জন্য গত বৃহস্পতিবার হোয়াইট হাউস রিপাবলিকানদেরই দায়ী করেছে। এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়ের বলেন, আমি সিনেটে দ্বি-দলীয় সমঝোতার কথা বলেছি, যেখানে তথাকথিত ‘ডকুমেন্টেড ড্রিমার্স’দের সহায়তার করার জন্য একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। কিন্তু রিপাবলিকানরা পরপর দুইবারই এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। গত মাসে বাইডেন প্রশাসনকে অভিবাসন, নাগরিকত্ব ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক সিনেট বিচার বিভাগীয় উপকমিটির চেয়ারম্যান সিনেটর অ্যালেক্স প্যাডিলার নেতৃত্বে এবং রিপ্রেজেনটেটিভ ডেবোরা রসসহ ৪৩ জন আইন প্রণেতা আড়াই লাখের বেশি ‘ডকুমেন্টেড ড্রিমার্স’কে রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নিতে আহ্বান করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct