আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে জ্বলছে ঘরবাড়ি, জমিজমাসহ সবকিছু। এক ব্যক্তির ছোট ভুলের কারণে দাবানলের সূত্রপাত হয়েছে। যা এখন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। অঙ্গরাজ্যটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চিকোর সংকীর্ণ একটি নালায় এক ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয়। যা এখন একটি বড় বিপর্যয়ে পরিণত হয়েছে। পরবর্তীতে ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, শনিবারও (২৭ জুলাই) আগুন অস্বাভাবিক রকমভাবে ছড়াচ্ছিল। দাবানল নিয়ন্ত্রণে আনার দায়িত্বে থাকা কর্মকর্তা বিলি সি বলেছেন, আগুন প্রতি ঘণ্টায় ৪ থেকে ৫ হাজার হেক্টর জায়গা গ্রাস করছে। এটি একটুও নিয়ন্ত্রণ করা যায়নি। দাবানলটি এই গতিতে আরো ছড়াতে থাকবে বলেও জানিয়েছেন তিনি। কোহাসেট ও ফরেস্ট র্যাঞ্চ নামক দুটি শহর থেকে এখন পর্যন্ত ৪ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct