নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: হাড়োয়ায় এক অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত রক্তদান উৎসব হয়। তাতে রাজ্যেল পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলেন রক্ত দান একটি মানবিক দান, যা সমাজের স্বাস্থ্য বান্ধব উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমাজের নাগরিকদের দ্বারা সেবা সর্বোত্তম উপায়ে প্রদান করা যেতে পারে। পাশাপাশি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি সম্প্রীতির বাংলায় ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করা যায় না। এখানে রামের রক্তে রহিমের প্রাণ বাঁচে, অন্যদিকে রহিমের রক্তে রামের প্রাণ বাঁচে। তাই রক্তদানের মাধ্যমে সম্প্রীতির ঐক্যের প্রতিষ্ঠা করতে হবে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, রক্ত দান একটি মানবিক দান, একটি মানবতার চিহ্নিত উপহার।
মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম বলেন, রক্ত দানের মাধ্যমে আপনি কাউকে নতুন জীবনের আশা দিতে পারেন, প্রাণ বাঁচাতে সাহায্য করতে পারেন।
এছাড়া বক্তব্য রাখেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রফিকুল ইসলাম, সরোজ ব্যানার্জি, সামীম হোসেন,আয়োজক কমিটির কুতুবউদ্দিন তরফদার, মাওঃ বাকি বিল্লাহ, আব্দুল খালেক মোল্লা, ফরিদ জমাদার, আবদুল্লাহ, পীরজাদা হাজী রাকিবুল আজিজ,মমতাজুল হক বৈদ্য প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct