আপনজন ডেস্ক: মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন মনু। অল্পের জন্য রুপো জিততে পারলেন না। তাঁর স্কোর ২৪৩.২, হরিয়ানার কন্যার কাছে প্রথম থেকেই পদকের আশা ছিল। শনিবার কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু। ফাইনালেও শেষ করলেন তৃতীয় স্থানে থেকেই। যদিও ফাইনালে কোয়ালিফিকেশন রাউন্ডের পয়েন্ট যোগ করা হয়নি। কিন্তু তাতেও পদক আটকালো না। ১২ বছর পর শ্যুটিয়ে ভারতকে অলিম্পিক্সে পদক এনে দিলেন মনু ভাকের। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে এই ইভেন্ট থেকেই জোড়া পদক এসেছিল ভারতের ঘরে। কিন্তু তার পর প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে পারেননি ভারতীয় শুট্যাররা। প্যারিস অলিম্পিক্সেও পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে নামেন ভারতীয় শ্যুটাররা।
টোকিও অলিম্পিক্সে হতাশাজনক ফলাফলের পর থেকেই প্যারিসকে পাখির চোখ করেন মনু। অবশেষে অলিম্পিক্সে দেশকে সাফল্য এনে দিলেন। হরিয়ানার ঝাঝর জেলার বাসিন্দা মনু, তাঁর বাবা নৌ বাহিনীতে কর্মরত ছিলেন। ১৪ বছর বয়স পর্যন্ত শ্যুটিংয়ে নয় বরং অন্য খেলাতেই আগ্রহী ছিলেন মনু। শ্যুটিংয়ের জন্য তাঁর বাবা দেড় লক্ষ টাকা খরচ করেন। এরপর থেকেই এই খেলাকেই বেছে নেন। ২০১৭ সালে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রথম বড় সাফল্য পান মনু। সেই বছর কেরালায় ন্যাশনাল গেমসে সোনা এবং জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন মনু। এখনও পর্যন্ত শ্যুটিং বিশ্বকাপে ৯টি সোনা এবং দুটি রুপো রয়েছে মনুর।
এছাড়া আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে চারটি সোনা এবং একটি ব্রোঞ্জ জিতেছেন মনু। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। ২০২০ সালে টোকিও অলিম্পিক্সে গেলেও হতাশাই উপহার দেন। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করলেন প্যারিসে। এবার পোডিয়ামে উঠলেন মনু। পদক জয়ের পর মনু বলেন, আমি খুব ভালো লাগছে, দীঘর্দগিন পর এই বিভাগে পদক এল। এই বিভাগে আরও পদক আসবে, ব্রোঞ্জ পেয়ে আমি খুশি, আমি হয়ত প্রথম পদক পেলাম, ভারত এবারে অনেক পদক পাবে, আমার অনুভূতি ভাষার প্রকাশ করতে পারব না। কঠিন সময়ে যারা পাশে থেকেছেন তাদের সকলকে ধন্যবাদ। ভাগ্যকে আমি নিয়ন্ত্রণ করতে পারিনা, আমার হাতে যেটা ছিল সেটাই করেছি। একইসঙ্গে মনু বলেন, টোকিও অলিম্পিক্সের পর খুব হতাশ ছিলাম, সেটাকে ওভারকাম করেছি। সেটাকে অতীত মনে করেই প্যারিসের প্রস্তুতি নিতে শুরু করি। যোগ্যতা অর্জনের পরই পদকের দিকে লক্ষ্য রেখেছিলাম, সবাই প্রত্যাশা করছিল, এটা দলগত সাফল্য।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct