ভাবো কবি, ভাবো (ছড়া)
মির মহঃ ফিরোজ
কবি! কি ভাবছো ভাই?
ওহ্ ; কবিতা লিখছো!
তা, কি লিখছো কবি?
যা লিখছো, তা কি সমাজের কাজে আসছে?
না কি, অহেতুক সময় নষ্ট করছ কবি?
তোমার লেখায় কাদের কথা প্রকাশ পাচ্ছে ?
সমাজের বঞ্চনা হতাশা প্রকাশ পাচ্ছে কি?
না কি, শুধু প্রভাবশালীদের তোষামোদের কথা ?
সাবধান কবি, সাবধান !
তুমি , প্রভাবশালীদের চাটুকার হয়ো না,
তাহলে, সমাজ তোমার ক্ষমা করবে না।
তুমি , সমাজের দুর্বলদের কথা তুলে ধরো,
তুলে ধরো , অসহায় অবহেলিতদের কথা।
তুলে ধরো , দুর্বলদের অত্যাচারিত হওয়ার কথা।
তুলে ধরো অন্যায়কারীদের কথা ; যারা কথায় কথায় ---
দুর্বলদের প্রতি অত্যাচার করে , নিপীড়ন করে।
এ কাজ , যদি করতে পারো তুমি কবি ,
প্রভাবশালীরা তোমার প্রতি ক্ষুব্ধ হবে ---
তোমার প্রতি হয়তোবা নেমে আসবে চরম আঘাত,
তবে কবি ; সমাজ তোমাকে মনে রাখবে,
সমাজ তোমাকে বড়ো আপন করে নেবে।
ভাবো কবি ভাবো ; কি করবে তুমি !
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct