সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন যাবত বেহাল। বর্ষার জমাজলে রাস্তা না পুকুর বোঝার উপায় নেই। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। এলাকাবাসীদের দাবী প্রশাসন উদাস। ফলে রাস্তা সংস্কারের জন্য কারোর কোন হেলদোল নেই। অগত্যা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। উল্লেখ্য ক্যানিং পশ্চিম বিধানসভার ঘুটিয়ারী ষ্টেশন থেকে গৌড়দহ ষ্টেশন পর্যন্ত ৬ কিমি রাস্তা। প্রতিদিনই এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষজন যাতায়াত করেন। এছাড়াও ঘুটিয়ারী শরীফ ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে,রয়েছে ৬ টি মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়। হাজার হাজার ছাত্রছাত্রী সহ রোগী ও রোগীর পরিবার পরিজনের যাতায়াত করেন। এমনকি ঐতিহাসিক গাজী সাহেবের মাজার ও শ্রী শ্রী হরিচাঁদ গুরুদাঁচ মন্দিরে প্রতিদিনই হাজার হাজার ভক্তের সমাগম হয়। অনেক সময় গর্ভবতী মায়েদের কে সমস্যার সম্মূখীন হতে হয় রাস্তা দিয়ে যাতায়াতের সময়। বিভিন্ন ভাবে দরবার করেও রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। এমত অবস্থায় এবার রাস্তা সংস্কারের দাবী নিয়ে আসরে নামলো ‘দেশ বাঁচাও সামাজিক কমিটি পশ্চিমবঙ্গ’। দ্রুত যাতে রাস্তা সংস্কার হয় তার উদ্যোগ গ্রহণ করেন। কমিটির পক্ষ থেকে ক্যানিং ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ক্যানিং মহকুমা শাসকের দফতরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে ‘দেশ বাঁচাও সামাজিক কমিটি পশ্চিমবঙ্গ’ এর রাজ্য সম্পাদক হোসেন গাজী জানিয়েছেন, ‘সাধারণ মানুষের কষ্ট যাতে লাঘব হয় তারজন্য আমরা কমিটির তরফে রাস্তা সংস্কারের জন্য ক্যানিং ১ বিডিও ও ক্যানিং মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি জমা দিয়েছি। যদি রাস্তা সংস্কার না হয় তাহলে জনস্বার্থে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct