সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রাজনৈতিক জীবন শুরু বামফ্রন্টের শরীক দল ফরোয়ার্ড ব্লকের মধ্য দিয়ে। দলের দূর দিনেও পাশে থেকে দলের ঝান্ডা কাঁধে বহন করে চলেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। রাজনগর ব্লকের গুলালগাছি গ্রামে ৭২ বছর বয়সে শুক্রবার প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লক দলের রাজনগর ব্লক সম্পাদক সেখ আজাদ। (ইন্না লিল্লাহি...)। গুলালগাছি গ্রামেই ব্লক ও জেলা স্তরের দলীয় নেতৃত্ব শুক্রবার প্রয়াত নেতার মরদেহে দলীয় পতাকা সহ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত নেতাকে শুক্রবার বিকেলে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ফরোয়ার্ড ব্লক দলের প্রতীকে নির্বাচিত প্রাক্তন বিধায়ক বিজয় বাগ্দী, ফরোয়ার্ড ব্লকের বীরভূম জেলা সম্পাদক দীপক চ্যাটার্জী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন মুখার্জি, জেলা কমিটির সদস্য রাজ কুমার দাস সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। পরিবার সূত্রে জানা যায় যে,ফরওয়ার্ড ব্লকের রাজনগর ব্লক-সম্পাদক সেখ আজাদ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। শুক্রবার তিনি প্রয়াত হন। প্রবীণ এই ফরওয়ার্ড ব্লক নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে আসে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। এদিনেই রাত্রে এশা নামাজ আদায়ের পর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct