এম মেহেদী সানি, বসিরহাট, আপনজন: প্রাকৃতিক বিপর্যয় রোধে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি গ্রহণ করল ‘পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ ৷’ শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের তেঘরিয়া মোড় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি সূচনা করেন সংগঠনের কর্মকর্তারা ৷ উপস্থিত বিশিষ্টজনেরা বক্তব্যের মধ্যে দিয়ে বৃক্ষ রোপনের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন, পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় মানুষকে সচেতনতার বার্তা দেন ৷ জানা গিয়েছে পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের মুখ্য উপদেষ্টা রঞ্জন চক্রবর্তী, সভাপতি আরশেদ আলী মোল্লা, সম্পাদক গোলাম ছাত্তার গাজী, সহ-সম্পাদক অধ্যাপক ড. জহর মন্ডলদের তত্ত্বাবধানে গণসংগঠনটি দীর্ঘদিন ধরেই জনস্বার্থে কাজ করে চলেছে ৷ এনআরসি বিরোধী আন্দোলনের মধ্যে দিয়েই সূচনা হয় এই সংগঠনের ৷ পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় এই সংগঠনের কর্মকর্তাদের ৷ গোলাম ছাত্তার গাজী জানান, জনস্বার্থে বিভিন্ন আন্দোলনের পাশাপাশি সমানভাবে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় ৷ করোনা মহামারী, আমফান, সুন্দরবন লাগোয়া নদীর বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল সংগঠনের সদস্যরা ৷ ২০২৪ সালে লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু, দলিত, আদিবাসীদের পক্ষে আমরা সরব হয়েছিলাম ৷ এবার ফের বৃক্ষরোপণ কর্মসূচির মতো সামাজিক কর্মসূচিতে এগিয়ে এল ‘পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ ৷’ এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন শিক্ষক মহাদেব পাত্র, সাহিত্যিক সমুদ্র বিশ্বাস, অবত দফাদার, আঁখি রক্ষিত চ্যাটার্জি, সহ সংগঠনের মুখ্য কর্মকর্তা গোলাম ছাত্তার গাজী, আরশেদ আলী মোল্লা, অধ্যাপক ড. জহর মন্ডল প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct