সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: নিখোঁজ বধুর সন্ধানে পুলিশী তদন্তের অগ্রগতি জানতে যাওয়া আদিবাসী যুবকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আই সি র বিরুদ্ধে, বাঁকুড়ার বারিকুল থানা ঘেরাও করে আছড়ে পড়ল আদিবাসীদের বিক্ষোভ ।
গৃহবধূ নিখোঁজের ঘটনায় তদন্তের অগ্রগতি জানতে যাওয়া এক আদিবাসী যুবকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে থানা ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়ল এলাকার আদিবাসী মানুষেরা। ঘটনা বাঁকুড়ার বারিকুল থানার।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরী হয়। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে ঘটনার জন্য পুলিশ আধিকারিকরা দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে গত মার্চ মাসে বাঁকুড়ার বারিকুল থানার বালিজুড়িয়া গ্রামের এক গৃহবধূ দুই সন্তান সহ নিখোঁজ হয়ে যান। সে সময় পরিবারের তরফে বারিকুল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সেই ঘটনার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি নিখোঁজ বধূর পরিবারের লোকজন বারিকুল থানায় গেলে বারিকুল থানার আইসি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও আদিবাসী সমাজ নিয়ে অশোভনীয় মন্তব্য করেন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় আদিবাসী মানুষদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এদিন ভারত জাকাত মাঝি পরগণা মহল নামের আদিবাসীদের একটি সামাজিক সংগঠনের ব্যানারে স্থানীয় রানীবাঁধ ও রাইপুর থানা এলাকা থেকে কয়েক হাজার আদিবাসী মিছিল করে বারিকুল থানায় যান। সেখানে থানা ঘেরাও করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভকারীরা থানার দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরী হয়। এরপরই বারিকুল থানার আইসি বিক্ষোভকারীদের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসে পূর্বের ঘটনার জন্য দু:খপ্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct