দেবাশীষ পাল, মালদা, আপনজন: আপনারা কি যানেন এখনো এমন গ্রাম রয়েছে বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি ঘরে ঘরে। এক মাত্র ভরসা প্রদীপের আলো। কাজলদিহি বাগানপাড়া নামে রয়েছে গ্রাম। কোতোয়ালি অঞ্চলে ওই এলাকায় এখনো ভরসা প্রদীপের টিম টিম আলো ডিজিটাল যুগে যখন দেশ ডিজিটাল এর পথে এগোচ্ছে তখন আজও অন্ধকারে মধ্যে দিন কাটাচ্ছে মালদহের ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিহি বাগানপাড়া এলাকার ১৯ টি পরিবার । পরিবারগুলির অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে লাইন কানেকশনের জন্য হাজার টাকা করে দিয়েছি তারপরও লাইন এখনো আসেনি ভোট আসে ভোট যায় প্রতিবারই নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ আমরা করে দেবো বলে ভোট চাইতে আসে। কিন্তু ভোট পেরিয়ে গেলে নেতাদের আর দেখা মেলেনা এলাকায়। কুপির আলোতে বাচ্চাদের পড়াশোনা করতে হয় ।অক্ষর সংখ্যা চিনতে খুদেদের সমস্যা হয় চোখেরও সমস্যা হয়।
এলাকায় কয়েক বছর আগেই পোল পরেছে তবুও বিদ্যুৎ সংযোগ হয়নি।এলাকাবাসীর অভিযোগ বহুবার তারা বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন জনপ্রতিনিধিদের জানাচ্ছেন তাও বিদ্যুৎ আসলো না এখনো অন্ধকারের মধ্যেই থাকতে হয় তাদের গরমে জীবন যাপন কাটাতে হয়।কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারুই অভিযোগ সে নিজেও বিদ্যুৎ দপ্তর এর কাছে বহুবার অভিযোগ জানিয়েছেন তবুও বিদ্যুৎ সংযোগ এলাকায় হয়নি আসলে এই সরকার কোম্পানি ছাড়া কিছু বোঝেনা বিদ্যুৎ দপ্তর কাটমানি পাচ্ছে না বলেই বিদ্যুৎ সংযোগ এলাকায় করছে না তবে আগামী দিনে এলাকাবাসীদের একত্রিত করে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করবেন বলে জানিয়েছেন।মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান বিজেপি কি বলছে সেই বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না তবে এলাকায় যে বিদ্যুৎ নেই সেটা তাদের জানা নেই এলাকায় যাতে বিদ্যুৎ পৌঁছায় দলগতভাবে তারা জেলা প্রশাসন বিদ্যুৎ দপ্তরের কাছে বিষয়টি জানাবেন। মালদা বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার জানান বিদ্যুৎ দিতে তারা সব সময় প্রস্তুত রয়েছেন এলাকায় পোল পড়েছে কিন্তু বিদ্যুৎ সংযোগ করতে অর্থাৎ বিদ্যুতের তার এলাকা দিয়ে নিয়ে যেতে গেলে জমির সমস্যা দেখা দিচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct