সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: বিভিন্ন ইতিহাসের সাক্ষী বহন করে চলা মুর্শিদাবাদ শহর বা লালবাগ শহরের ঐতিহ্য বজায় রাখতে এবং পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে শহরে পুরোপুরি ভাবে প্লাস্টিক বন্ধ করার সিদ্ধান্ত নিলো মুর্শিদাবাদ পুরসভা। ইতিমধ্যে জেলার পুরসভাগুলি প্লাস্টিক বন্ধের জন্য বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে। এবার মুর্শিদাবাদ পুরসভার পক্ষ থেকে লালবাগ শহরের বিভিন্ন জায়গায় লাগানো হল ব্যানার। পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর বলেন, ‘আগামী ১৫ ই আগস্ট থেকে পুরোপুরি ভাবে প্লাস্টিক নিষিদ্ধ করা হচ্ছে মুর্শিদাবাদ শহরে। বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং পোস্টার লাগিয়ে সাধারণ মানুষকে ও দোকানদারদের সাবধান করা হচ্ছে। যদি কেউ নিয়ম লঙ্ঘন করে প্লাস্টিক ব্যবহার করে তবে তাদের আর্থিক জরিমানা করা হবে।’
পুরবাসির উদ্দেশ্যে আবেদন করে পুরপ্রধান বলেন, ‘বাজারে গেলে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যান, দোকানদাররা প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন। অতি প্রয়োজনে ১২০ মাইক্রনের উপর যেসব প্লাস্টিক সেগুলো ব্যবহার করুন। তবে ১২০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক ক্যারিব্যাগের উপর হালকা জল পড়লে সেখানে ডেঙ্গু মশার লার্ভার জন্ম হয়। যার ফলে ডেঙ্গু-ম্যালেরিয়ার মত বিভিন্ন মশাবাহিত রোগ আমাদের শরীরে বাসা বাঁধে।
এ বিষয়ে লালবাগ মহকুমা হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘ডেঙ্গু থেকে বাঁচতে ডাবের খোলা, প্লাস্টিক ক্যারিব্যাগ অথবা ছোট ছোট পাত্রে জল জমতে দেওয়া যাবে না। ক্যারিব্যাগ ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়ায় সেখানে জল জমছে, তাই প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করা উচিত।’
সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, ‘দিন কয়েক আগে মহকুমা অফিসে যে বৈঠক হয় সেখানে আমরা পুরসভার উদ্যোগকে সমর্থন জানিয়েছিলাম। দোকানদাররা প্লাস্টিক ক্যারিব্যাগের বিকল্প হিসেবে কাগজের ঠোঙ্গা ব্যবহার করতে পারে। চায়ের দোকানে প্লাস্টিক কাপ বন্ধ করে কাগজের কাপ বা মাটির ভাড় ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct