সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: প্রতিরোধ করতে ডাইরিয়া- স্বাস্থ্য বিধি মানুন, ও আর এস পান করুন, সুস্থ থাকুন। সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল পড়ুয়াদের নিয়ে পদযাত্রা সহ একটি আলোচনা শিবির অনুষ্ঠিত হয় শনিবার রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। ডাইরিয়া সাধারণত বর্ষাকালে বেশি দেখা যায়। যদিও অনিয়মত বর্ষা, তবুও বর্ষার শুরুতেই গ্রামগঞ্জে শুরু হয়ে যায় ডায়েরিয়া। তাই এই রোগ রুখতে ডায়েরিয়া প্রতিরোধ অভিযান কর্মসূচি পালিত হয় রাজনগরে। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের উদ্যোগে এবং “জল জীবন, জল মিশন” প্রকল্প, রাজনগর শাখার ব্যবস্থাপনায় রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ডায়রিয়া রুখতে কি কি করনীয় বা ডাইরিয়ার লক্ষণ,স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। এদিনের আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন রাজনগর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডা: তীর্থঙ্কর সিংহ। এছাড়াও ছিলেন রাজনগর ব্লক অন্বেষা ক্লিনিকের তরফে শৈলেন মণ্ডল, “জল জীবন, জল মিশন”, রাজনগর শাখার তরফে উপেন্দ্রনাথ পাণ্ডে, চিন্ময় কর্মকার, উৎসব মন্ডল সহ বিশিষ্টজন। ডায়েরিয়া হলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে নিয়ে যেতে হবে, তাকে ওআরএস বা নুন-চিনির জল বার বার খাওয়াতে হবে বলে জানানো হয় বক্তব্যে। এভাবেই বিদ্যালয়ের পড়ু্য়াদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় ডায়রিয়া প্রতিরোধের বিষয়ে সচেতনতার বার্তা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct