আপনজন ডেস্ক: গৌতম গম্ভীর নিজের নামের মতোই গম্ভীর। ভারতের বিদায়ী কোচ রাহুল দ্রাবিড় এক বার্তায় গম্ভীরকে এ কঠিন কাজই করতে বলেছেন। কষ্ট হলেও যেকোনো পরিস্থিতি মুখে হাসিটা রাখতে বলেছেন ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই কোচ। চুক্তি নবায়ন না করায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হয়ে গেছে দ্রাবিড়ের। তাঁরই স্থলাভিষিক্ত হয়েছেন গম্ভীর। শ্রীলঙ্কার বিপক্ষে আজ শুরু হবে ভারতের টি-টোয়েন্টি সিরিজ, যেটি হতে যাচ্ছে গম্ভীরের অধীন ভারতের প্রথম। এর আগে বিসিসিআই প্রকাশিত এক ভিডিও বার্তায় গম্ভীরকে শুভকামনার সঙ্গে উপদেশও দিয়েছেন দ্রাবিড়। তাঁর কাছ থেকে এমন বার্তা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন গম্ভীরও।
গম্ভীরের উদ্দেশে দ্রাবিড় বলেছেন এভাবে, ‘সতীর্থ হিসেবে দেখেছি, কীভাবে মাঠে তুমি সর্বোচ্চটা দাও। ব্যাটিং সঙ্গী হিসেবে, একসঙ্গে ফিল্ডিং করার সময়ে আমি তোমার দৃঢ়তা ও হার না মানা মানসিকতা দেখেছি। আইপিএলের মৌসুমগুলোতে তোমার জেতার ক্ষুধা চোখে পড়েছে, কীভাবে তুমি তরুণ খেলোয়াড়দের সাহায্য করেছ, দলের থেকে সর্বোচ্চটা বের করে নাও, তা দেখেছি। আমি জানি, ভারতের ক্রিকেট নিয়ে তুমি কতটা নিবেদিত, আবেগপ্রবণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct