আপনজন ডেস্ক: বিভিন্ন ধরনের মুখরোচক রান্নার জন্য দুনিয়াখ্যাত ফ্রান্স। প্যারিসের রেস্তোরাঁগুলোতে খাদ্যবিলাসীরা নানা ধরনের খাবার চেখে বেড়ান। এবারের প্যারিস অলিম্পিকের গেমস ভিলেজেও ক্রীড়াবিদদের জন্য বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের ২০৬টি দেশের ক্রীড়াবিদদের রুচি অনুযায়ীই খাবার সরবরাহ করার কথা সেখানে। কিন্তু অলিম্পিকে অংশ নিতে এসে ব্রিটিশ ক্রীড়াবিদদের সেই খাবার একেবারেই পছন্দ হচ্ছে না। তাঁদের অভিযোগ, গেমস ভিলেজে নাকি তাঁদের ‘কাঁচা মাংস’ খেতে দেওয়া হয়েছে।
অলিম্পিক ভিলেজে উঠেই খাবার দেখে বেজায় বিরক্ত ব্রিটিশ ক্রীড়াবিদেরা। সে কারণে বাড়তি ঝামেলাও পোহাতে হচ্ছে ব্রিটিশ অলিম্পিক দলকে। ব্রিটেন থেকে একজন শেফও আনতে হয়েছে তাদের। এই শেফ গেমস ভিলেজের বাইরে ব্রিটিশ ক্রীড়াবিদদের রুচি অনুযায়ী খাবার তৈরি করে খাওয়াবেন। ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যান্ডি আনসন লন্ডন টাইমসকে বলেছেন, ‘প্যারিস গেমস ভিলেজের খাবারের অবস্থা মোটেও ভালো নয়। এটার উন্নতি করতে বড় ধরনের পরিবর্তন দরকার।’
অলিম্পিক ভিলেজের খাবার নিয়ে ব্রিটিশ ক্রীড়াবিদদের এতটাই অভিযোগ যে গ্রেট ব্রিটেন ক্রীড়া দলের জন্য প্যারিসের আনাচকানাচ থেকে প্যাকেট করা ভিন্ন ধরনের খাবার সংগ্রহ করতে হচ্ছে। ক্রীড়াবিদেরাও নিজেদের উদ্যোগে গেমস ভিলেজের বাইরে গিয়ে খাবার খেয়ে আসছেন নিজেদের পছন্দমতো।ব্রিটিশ ক্রীড়া দলের অভিযোগ, গেমস ভিলেজে কিছু মৌলিক খাবারেরও সংকট রয়েছে। ডিম, মুরগির মাংস, বিভিন্ন ধরনের শর্করাজাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct