হাসান লস্কর, কলকাতা, আপনজন: অফিসের একশ্রেণির কর্মীদের বিরুদ্ধে উৎকোচ নিয়ে কাজ করার অভিযোগে, বিভিন্ন কারণে প্রাপ্য এরিয়ার (বকেয়া) প্রদান, রোপা-২০১৯ ফিক্সেশন কপি প্রদান, অফিসে ফাইলের অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু, ডায়মন্ডহারবার এডিআই অফিস স্থায়ী ভবনে স্থানান্তর সহ ১৮দফা দাবিতে আলিপুরে ডিআই ডেপুটেশন ও বিক্ষোভ অবস্থান করলো ‘মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’ (এস.টি.ই.এ)।
ডিআই বিষয়গুলি ছাড়া রাজ্যের সকল শূন্যপদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, বকেয়া ডিএ প্রদান, স্বাস্থ্য বীমা(ডব্লিউ.বি.এইচ.এস)চালুর দাবিও জানানো হয়। আলিপুরের নব প্রশাসনিক ভবনে জমায়েত হয়ে জেলাশাসক ভবন ও কোর্ট চত্বরে একটি বিক্ষোভ মিছিল করে তারা। সকাল থেকে অফিস করিডরের মেঝেতে বসে একটানা অবস্থান বিক্ষোভ চলতে থাকে। দাবিগুলি না মানা পর্যন্ত সারারাত অফিস ঘেরাও করে রাখার হুমকি দেয় উপস্থিত শিক্ষকরা।
পুলিশের হস্তক্ষেপে জেলা বিদ্যালয় পরিদর্শক জয়ন্তী জানা, সহকারী বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ দে, মোহম্মদ হাসানুজ্জামান, অমিত দাস, বড়বাবু বিশ্বরূপ চ্যাটার্জী ও নির্মাল্য বিশ্বাসের নেতৃত্বে অফিসের এক প্রতিনিধিদের সাথে সংগঠনের প্রতিনিধিদলের প্রায় ৩ঘণ্টা আলোচনা হয়। অবশেষে রোপা ফিক্সেশন কপির কাজ আগামী ১আগস্ট থেকে, এরিয়ারের কাজ আগামী ২০ আগস্ট থেকে শুরু করা হবে এবং পুজোর পর অনলাইন ফাইল ট্র্যাকিং শুরু হওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলে ডেপুটেশন তোলার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা সভাপতি ডঃ প্রসেনজিৎ দাস, সম্পাদক অনিমেষ হালদার, রাজ্য সহসভাপতি পঞ্চানন ময়রা, জেলা সহসভাপতি দিব্যেন্দু পুরকাইত ও সূর্যকান্ত হালদার, পাঁচটি মহকুমার পক্ষে প্রদ্যুৎ হালদার, অমিত হালদার, পার্থ সাহা, প্রসেনজিৎ হালদার এবং অভিজিৎ মন্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct