আপনজন ডেস্ক: কলম্বিয়ার গোয়েন্দা প্রধান কার্লোস রামন গঞ্জালেস দেশটির সংসদে বিল পাসের গতি ত্বরান্বিত করতে আইন প্রণেতাদের ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এরপরেই শুক্রবার পদত্যাগ করেন তিনি। গঞ্জালেস দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রর ঘনিষ্ঠ ছিলেন। পেত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনি কার্লোস রামন গঞ্জালেজের ‘পদত্যাগপত্র’ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, ‘সিভিল ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে তার অবস্থান কোনো বিচার বিভাগীয় তদন্তের সঙ্গে বেমানান। বৃহস্পতিবার প্রসিকিউটররা গঞ্জালেজের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন যে, তিনি বেশ কয়েকটি সরকারি বিল গ্রহণের গতি ত্বরান্বিত করার বিনিময়ে সংসদের উভয় কক্ষের প্রেসিডেন্টদের ঘুষ দেওয়ার জন্য ‘নির্দেশনা’ দেন।
দেশটির প্রসিকিউটর দপ্তর জানায়, এই ঘুষের পরিমাণ ছিল ১০ লাখ ডলার এবং তা ২০২৩ সালের শেষের দিকে দেওয়া হয়েছিল। আর তখন গঞ্জালেজ প্রেসিডেন্টের দপ্তরের প্রশাসনিক বিভাগের পরিচালক ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct