আপনজন ডেস্ক: মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য এড়িয়ে যাওয়ায় মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ইহুদিবিদ্বেষী বলে আক্রমণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার দক্ষিণ ফ্লোরিডায় আয়োজিত ধর্মীয়ভাবে কট্টর ডানপন্থী সমর্থকদের এক সমাবেশে এ মন্তব্য করেন ট্রাম্প।
আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে উদ্দেশ্য করে বলেন, ‘কমলা ইহুদিদের পছন্দ করেন না, ইসরায়েলকেও পছন্দ করেন না। তিনি এটি সব সময়ই করে থাকেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই।’ ট্রাম্প আরো বলেন, ‘কমলা নবজাতকদের হত্যার অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছেন।’ গত রোববার প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টি থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে সামনে চলে আসেন কমলা। বাইডেন নিজেও সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সময় তার দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলার প্রতি তার সমর্থন জানিয়েছেন। গত কয়েক দিনে জনমত জরিপগুলোয় ট্রাম্পকে জোর টক্কর দিচ্ছেন কমলা। এমনকি কখনো কখনো ট্রাম্পের থেকে এগিয়েও গেছেন। দক্ষিণ ফ্লোরিডায় শুক্রবারের ওই সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বেশির ভাগ সময় জুড়ে কমলার বিষোদ্গার করে গেছেন। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার সিনেটর থাকার সময়ে এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা কী কী করেছেন, তা নিয়ে নানা অভিযোগ তুলেছেন। তবে বলা হচ্ছে, ট্রাম্পের বেশির ভাগ অভিযোগের সঙ্গেই বাস্তবতার মিল নেই। গত বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct