অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: প্রয়াত হলেন রাজ্যের প্ৰাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। ক্যান্সার আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। এদিন সকাল ৬ টা ৪০ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
উল্লেখ্য, অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার বাম-গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন বিশ্বনাথ চৌধুরী। আরএসপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন রাজ্য সম্পাদক ছিলেন তিনি। পাশাপাশি বামফ্রন্ট সরকারের কারা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব ভার সামলেছেন তিনি। ছাত্র জীবনেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি হয়। বালুরঘাট কলেজে পিএসইউ’র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি।কলেজে তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে জেলার বাম ও গণ আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৭৭ সালে তিনি বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত দীর্ঘকাল তিনি বালুরঘাটের বিধায়ক ছিলেন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। ১৯৮৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দীর্ঘকাল তিনি বামফ্রন্ট মন্ত্রীসভার সদস্য ছিলেন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আরএসপি’র রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct