এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে হাবড়ায় দুই বুস্টিং স্টেশনের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ হাবড়া পুরসভা এলাকায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। জমা জলে দুর্ভোগে পড়েন কয়েকটি ওয়ার্ডের অসংখ্য বাসিন্দা । জমা জলে পড়ে মৃত্যুও হয় এক শিশুর। এ বার হাবড়া পুরসভার উদ্যোগে ২৪ কোটি ৩৪ লক্ষ ৮৪ হাজার টাকা খরচ করে শহরের দু’টি জায়গায় তৈরি হয়েছে বুস্টিং পাম্প স্টেশন । শনিবার বুস্টিং পাম্প স্টেশনের উদ্বোধন করতে আসেন ফিরহাদ হাকিম ৷ এর ফলে হাবড়া পুরসভার ৭, ৮ এবং ১৫ নম্বর ওয়ার্ডে তীব্র জলযন্ত্রণার পাশাপাশি অশোকনগর পুরসভাতেও জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন হাজার হাজার মানুষ ।
এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বক্তব্য রাখার সময় জানান, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্প দুটি নির্মাণ হয়েছে ৷ অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে, আজ থেকে আর জল যন্ত্রণা থাকবে না, এই পাম্প নির্মাণের জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের অবদানের কথাও তুলে ধরেন ফিরহাদ ৷ তারপরই তিনি পুরো এলাকায় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন ৷
তিনি বলেন, সরকারি সুবিধা সমস্ত রাজনৈতিক দলের লোকেরা পাচ্ছে তবুও অদ্ভুতভাবে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হয়েছে ৷ হাবড়া পৌরসভা এলাকার কথা উল্লেখ করে তিনি বলেন, একটা ওয়ার্ড বাদে হাবড়াতে সব হেরেছে ৷ কিন্তু কেন এই অবস্থা ? প্রশ্ন তোলেন ফিরহাদ ৷ পুরোবাসী কেন মমতার উপর পুরোপুরি ভরসা রাখতে পারছেন না তা নিয়েও মন্তব্য প্রকাশ করেন পুর-মন্ত্রী ৷
মন্ত্রীর কথায়, দিল্লি থেকে আসা লোকেদের কথা হঠাৎ করেই মানুষ কেন শুনবে ? আগামীতে সকল রাজ্যবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পুরোপুরি ভরসা রাখার আহ্বান জানান ফিরহাদ হাকিম ৷ বাংলায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাজ্য সংগীত গাইতেও দেখা যায় ফিরহাদ হাকিমকে ৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তিনিও এ দিন বুস্টিং পাম্প স্টেশন নির্মাণের কারনে পৌর বাসীর উপকৃত হওয়ার কথা তুলে ধরেন ৷
হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, ‘বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের তত্ত্বাবধানে বুস্টিং পাম্প স্টেশন নির্মাণ সম্ভব হয়েছে ৷ উপকৃত হবেন পৌর এলাকার ১৫ হাজার মানুষ ৷ এর ফলে অতিরিক্ত বৃষ্টি হলেও শহরে জল জমবে না।’ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, হাবড়া আইসি অনুপম চক্রবর্তী প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct