আপনজন ডেস্ক: জিততে হলে রেকর্ড গড়তে হতো শ্রীলঙ্কাকে। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২১৪ রান তাড়া করতে নেমে রেকর্ড আর গড়া হলো না তাদের। ১৭০ রানে অলআউট হওয়ায় ৪৩ রানের জয় পেয়েছে ভারত। টি-টোয়েন্টি সংস্করণে এর আগে ২০০ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের কোনো নজির ছিল না শ্রীলঙ্কার। আগের সর্বোচ্চ ছিল ১৯৪ রান। বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালে মিরপুরে এই লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। পাল্লেকেলেতে আজ বড় লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিজ। ভারতের ওপেনারদের ৭৪ রানের বিপরীতে ৮৪ রান তোলেন দুই শ্রীলঙ্কান। ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করা মেন্ডিজকে থামান ভারতের বাঁহাতি পেসার আর্শদ্বীপ সিংহ। তবে সঙ্গীকে হারালেও নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পসরা বন্ধ করেননি নিশাঙ্কা। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে ভারতীয় বোলাদের ওপর রাজ করছিলেন তিনি। ৭৯ রানের সময় তাকে আউট করে অবশ্য ভারতকে ম্যাচে ফেরান বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। ৪৮ বলে ৭ চার ও ৪ ছক্কার ইনিংসটি শেষ হলে থেমে যায় কুশল পেরোর সঙ্গে তার ৫৬ রানের জুটিটি। অবশ্য ৭৮ রানের সময়ই আউট হতে পারতেন নিশাঙ্কা। ১৪তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েও বেঁচে যান রবি বিষ্ণুর কল্যাণে। তবে ফিরতি ওভারের প্রথম বলেই ভুলের প্রায়শ্চিত করেন বিষ্ণু। অক্ষরের বলে আবার নিশাঙ্কার ক্যাচ আসলে তা তালুবন্দী করতে ভুল করেননি ভারতীয় লেগ স্পিনার। একই ওভারের শেষ বলে পেরেরাকেও ফিরেই ভারতের জয়ের পথ সহজ করেন অক্ষর। পরে রানরেট বেড়ে গেলে মারতে গিয়ে পথ হারিয়ে ফেলেন শ্রীলঙ্কান ব্যাটাররা। ১৭০ রানে থেমে যায় তাদের ইনিংস। ব্যাটিংয়ে ৭ রানের বেশি করতে না পারলেও ৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার লেগস্পিনার রিয়ান পরাগ। এতে ৪৩ রানের জয়ে ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবের নতুন অধ্যায় শুরু হয়। টস হেরে ব্যাটিং নেমে দুর্দান্ত শুরু পায় ভারত। পাওয়ার প্লেতেই ৭৪ রানের জুটি গড়েন দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও শুবমান গিল। ৬ চার ও ১ ছক্কায় ২১২.৫০ স্ট্রাইকেরেটে ৩৪ রান করে গিল পাওয়ার প্লের শেষ বলে আউট হলে তাদের দুর্দান্ত জুটি ভেঙে যায়। সতীর্থ গিলের বিদায়ের পরের বলেই ড্রেসিংরুমে ফেরেন জয়সোয়ালও। ৫ চার ও ২ ছক্কায় ২১ বলে ৪০ রান করেন বাঁহাতি ওপেনার। তবে তৃতীয় উইকেটে আরেকটি দুর্দান্ত এক জুটি গড়েন সূর্যকুমার যাদব ও ঋষভ পন্ত। ৪৩ বলে ৭৬ রানের জুটিতেই পরে রানের পাহাড় গড়ে ভারত। সূর্য অধিনায়কত্ব পেয়ে প্রথম ম্যাচে ফিফটি পেলেও ১ রানের আক্ষেপ থেকে গেছে পন্তের। ৪৯ রানে মাতিশা পাতিরানার শিকার হয়েছেন তিনি। ৩৩ বলের ইনিংসটি ৬ চার ও ১ ছক্কায় সাজান পন্ত। তবে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে যেন আরও বেশি বিধ্বংসী হয়েছিলেন সূর্য। ২২৩.০৭ স্ট্রাইকরেটে ২৬ বলে ৫৮ রান করেন। তার ৮ চার ও ২ ছক্কার ইনিংসটি থামান ‘বেবি মালিঙ্গা’ খ্যাত পাতিরানা। পরে আরো ২ উইকেট নিয়ে ভারতকে ২১৩ রানে আটকিয়ে দেন। অন্যথা একটা সময় মনে হয়েছিল আড়াইশো করতে পারে ভারত। ৪০ রান খরচ করে ৪ উইকেট নিয়ে সেরা বোলার পেসার পাতিরানা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct