আপনজন ডেস্ক: ভারতবর্ষ থেকে ‘হিন্দুস্তান’ করার জন্য প্রত্যেক হিন্দু মহিলার চার সন্তানের জন্ম দেওয়ার আহ্বান জানিয়ে এক সাধু নতুন করে বিতর্ক উস্কেদিলেন।
মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় চলমান শ্রীমদ্ভাগবত কথা অনুষ্ঠানে পঞ্চায়েতি নিরঞ্জনী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী প্রেমানন্দ মহারাজ দেশকে ‘ভারত’ থেকে ‘হিন্দুস্তান’ করার জন্য প্রত্যেক হিন্দু মহিলাকে চার পুত্র সন্তানের জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইংরেজি দৈনিক দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, অনুষ্ঠানের পঞ্চম দিনে স্বামী প্রেমানন্দ মহারাজ মন্তব্য করেন, ‘এমনকি ভাগবত পুরাণেও এমন এক ব্যক্তির ৬০,০০০ পুত্রের কথা বলা হয়েছে। বর্তমানে অনেকের মাত্র একটি বা দুটি পুত্র সন্তান রয়েছে। ভারতকে হিন্দুস্তানে রূপান্তরিত করতে প্রতিটি পরিবারে কমপক্ষে চারটি করে পুত্র হওয়া উচিত।’
বহু মহিলা-সহ বিপুল জনতার উদ্দেশে সাধুবাবা বলেন, ‘আমাদের উত্তরপ্রদেশ চলে গিয়েছে, সেই রাজ্যের ১৭টি জেলা আর হিন্দু ধর্মের নয়। অর্ধেক বাংলা চলে গেছে, আর আসামে ৫ লাখ মানুষ আছে, যাদের ভিসার পাসপোর্ট নেই। সেখানে তারা (সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা) ৮-১০টি সন্তানের জন্ম দিচ্ছেন, আর আমাদের (হিন্দু) মা-বোনেরা তাদের ফিগার ঠিক রাখার দিকে মনোনিবেশ করছেন।’
তিনি বলেন, ‘২৫ বছর আগে ভারতে সংখ্যালঘু সম্প্রদায় ছিল মাত্র ২ কোটি, তারপর ৯ কোটি হয়ে গেল, বর্তমানে ৩৮ কোটিতে দাঁড়িয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন ভারত ইন্দোনেশিয়ায় পরিণত হবে।
উল্লেখ্য, স্বামী প্রেমানন্দ মহারাজ হলেন হরিদ্বারের পঞ্চায়েতি আখড়া শ্রী নিরঞ্জনীর মহামণ্ডলেশ্বর। প্রেমানন্দ মহারাজের মুখ থেকে শ্রীমদ ভাগবত কথা শোনার জন্র মধ্যপ্রদেশের উজ্জয়নের বদনগর রোডে অবস্থিত মোহনপুরায় শ্রী বাবাধাম মন্দিরে (আরজিওয়ালে হনুমান-৮১ ফুট) আয়োজন করা হয়। বৃহস্পতিবার শ্রীমদ ভাগবত কথার পঞ্চম দিনে স্বামী প্রেমানন্দ মহারাজ গোবর্ধন পূজার গল্প শোনান। এ উপলক্ষে তিনি হিন্দু মায়েদের চার সন্তান নেওয়ার পরামর্শ দেন। স্বামী প্রেমানন্দ মহারাজ বলেন, মহাভারতে লেখা আছে আগে এক একজনের ৬০ হাজার সন্তান ছিল, কিন্তু এখন আছে মাত্র ১-২টি। তিনি বলেন, আপনার লক্ষ্য যদি ২টি সন্তান হয়, তাহলে ৩টি সন্তান উৎপাদন করে আমাদেরকে দিন, আমরা তাদের দেখাশোনা করব। প্রেমানন্দ মহারাজ আরও বলেন, যদি একটি অখণ্ড ভারত কল্পনা করতে হয়, তবে মায়েদের কমপক্ষে ৪টি সন্তানের জন্ম দিতে হবে এবং যদি তাদের বেশি হয় তবে এটি হবে ঈশ্বরের কৃপা। তিনি জানান, তার মা ৭ সন্তানকে মানুষ করেছেন এবং তার ৭ ভাই রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct