ফারুক আহমেদ, কলকাতা, আপনজন: ২০২১ সাল থেকে জিডি হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট কলকাতা সহ পশ্চিমবাংলার অনেক শিশুর স্মাইল ট্রেন প্রকল্পের সহায়তায় ‘ক্লেফ্ট লিপ’ ও ‘ক্লেফ্ট প্যালেট’ অপারেশন করছে সম্পূর্ণ বিনামূল্যে। ডা. এস. এ. ফয়জাল (প্লাস্টিক সার্জন)-এর নেতৃত্বে এই প্রকল্প শুরু হয়েছে, যিনি প্রতি সপ্তাহে জিডি হাসপাতালে এই অপারেশন করেন। এখন পিতা-মাতারা যাঁদের বাচ্চাদের ‘ক্লেফ্ট লিপ’ এবং বয়স ৩ মাস ও তার অধিক অথবা যাঁদের বাচ্চাদের ‘ক্লেফ্ট প্যালেট’ আছে এবং বয়স ৯ মাস ও তার বেশি তাঁরা চিকিৎসার জন্যে জিডি হাসপাতালে আনতে পারেন অপারেশনের জন্যে। এখানে উন্নত অপারেশন থিয়েটারে আধুনিক পদ্ধতিতে অপারেশন করা হয়। জিডি হাসপাতালের সিইও মুশরেফা হোসেন সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন পিতা মোস্তাক হোসেনের উত্তরসূরী হিসেবে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত কলকাতার লেনিন সরণিতে অবস্থিত জিডি হাসপাতাল এবং ডায়াবেটিস ইনস্টিটিউট হল ডায়াবেটিস গবেষণা এবং চিকিৎসার একটি নেতৃস্থানীয় হাসপাতাল। হাসপাতালটি ডায়াবেটিস ছাড়াও ১৫টিরও বেশি চিকিৎসা বিভাগে উচ্চপর্যায়ের চিকিৎসা প্রদান করে। যেমন কার্ডিওভাসকুলার সার্জারি, ইএনটি, চর্মরোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, ক্রিটিক্যাল কেয়ার, নিউরো সার্জারি ইত্যাদি। হাসপাতালের সিইও মুশরেফা হোসেন জানান, মানসম্পন্ন চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে মোট ১৫০টি শয্যা রয়েছে। হাসপাতালে বিখ্যাত ডাক্তার এবং চিকিৎসকদের নির্দেশনায় ২৯টি বিভাগে চিকিৎসা প্রদান করা হয় রয়েছে বিশেষ ডায়াবেটিস কেয়ার কর্নার। মুশরেফা হোসেন আরও জানান, ৩টি আধুনিক অপারেশন থিয়েটার রয়েছে এখানে।অপারেশন থিয়েটার সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct