নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই এবার চাকরি বাতিল। এমনই কড়া বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। দীর্ঘদিন ধরে সরকারিভাবে নির্দেশিকা জারি হলেও কিছু কিছু জায়গায় প্রাথমিক শিক্ষকরা বহাল তবিয়তে গৃহ শিক্ষকতা করেই চলেছেন। এবার সেই অভিযোগের রাশ টানতে কড়া নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। সরকারিভাবে ও আইন করে সরকারি স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধের নির্দেশিকা বহুদিন আগেই জারি থাকলেও সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেক শিক্ষকরাই টিউশন পড়িয়ে যাচ্ছেন বহাল তবিয়তে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার।গৃহ শিক্ষক সংগঠন বারে বারে এই বিষয়ে আন্দোলন করে এসেছে। একদিকে প্রকৃত গৃহ শিক্ষকদের রুজি রুটিতে যেমন টান পড়ছে, অন্যদিকে বেআইনিভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টিউশন পরিয়ে সরকারি আইন অমান্য করছেন। পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি ইউনিটে একটি আলোচনা সভা হয়। গত ১৮ জুলাই পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিশ জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানস হাবিবুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় কড়া বার্তা দেন যে, সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশান করছেন তাদের অবিলম্বে বন্ধ করতে হবে। না হলে চাকরি বাতিল হবে। মাত্র ১৫ দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শকদের তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে,চেয়ারম্যান হাবিবুর রহমান কড়া নির্দেশকে ধন্যবাদ জানান, পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যান সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি মহকুমা ইউনিট। পূর্ব মেদিনীপুর জেলা কো - অর্ডিনেটার দীপু খান বলেন, নির্বাচনের আগে আমরা চেয়ারম্যানের কাছে দাবি রেখেছিলাম। উনি বলেছিলেন আপনাদের দাবি সঠিক। এই বিষয়ে আমি নির্বাচনের পরে আমি এই বিষয়টা দেখবো। চেয়ারম্যান সাহেব কথা দিয়ে কথা রেখেছেন এবং একটা নজিরবিহীন নির্দেশিকা জারি করেছেন। শুধু আমাদের এই জেলা নয়, সারা রাজ্যে এর একটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন রাজ্যে গৃহ শিক্ষক নেতৃত্বরা। হাবিবুর রহমান ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি। তিনি বলেন, পূর্ব মেদিনীপুর জেলার গৃহ শিক্ষকদের দাবি এইধরনের নোটিশ পূর্ব মেদিনীপুর জেলা মাধ্যমিক পর্ষদের ডিআই সাহেব নোটিশ জারি করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct