নায়ীমুল হক, কলকাতা, আপনজন: ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড (IMO) বা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এ বছরে ১০৮টি দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করে ভারত বিরাট জয় লাভ করেছে। ছ জনের দলে ভারতের চারজন পেয়েছে সোনা এবং একজন পেয়েছে রুপোর পদক আর ষষ্ঠ জন পেয়েছে স্পেশাল মেনশন পদক। উল্লেখ্য, ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীরা বিশ্বের সব থেকে বড় এই গণিত প্রতিযোগিতায় অংশ নিতে পারে। রোমানিয়ায় ১৯৫৯ সালে সাতটি দেশ নিয়ে শুরু হয়েছিল ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড। ইংল্যান্ডের বাথ শহরে ১১ থেকে ২২ জুলাই অনুষ্ঠিত এবছরের অলিম্পিয়াড ছিল আন্তর্জাতিক প্রতিযোগিতার ৬৫ তম বর্ষ। এ বছর এই দলে সুযোগ পেয়েছিল মহারাষ্ট্র, আসাম, উত্তর প্রদেশ এবং দিল্লির ছয় কৃতী ছাত্র। মহারাষ্ট্র থেকে আদিত্য মাঙ্গটি ভেঙ্কট গণেশ, আসাম থেকে আনন্দ ভাদুড়ী, উত্তর প্রদেশ থেকে কাণাভ তালোয়ার, মহারাষ্ট্র থেকে রুশীল মাথুর, দিল্লি থেকে অর্জুন গুপ্তা এবং মহারাষ্ট্র থেকে সিদ্ধার্থ চোপড়া। ১৯৮৯ এর পর থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভারতের সবথেকে ভালো পারফরম্যান্স হয়েছে এ বছর। এই দলের সেরা পারফর্মার মহারাষ্ট্রের শ্রীচৈতন্য টেকনো স্কুলের ছাত্র আদিত্য ক্লাস এইট থেকেই অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। শেষ দু বছরেও অংশ নিয়েছিল সে। এ বছর তার স্কোর ৩৫, আদিত্য তার এই সাফল্য উৎসর্গ করেছে তার মেন্টর অধ্যাপক এম প্রকাশকে। প্রধানমন্ত্রী ও দেশের বহু গণিতবিদ আন্তর্জাতিক পর্যায়ের সেরা এই গণিত প্রতিযোগিতায় দেশের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct