আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত অক্টোবর থেকে কাজ করার অভিজ্ঞতা আছে এমন ৪৫ জন মার্কিন ডাক্তার এবং নার্সের একটি দল জানিয়েছে, গাজায় শিশুদের ইচ্ছাকৃতভাবেই গুলি করছে ইসরায়েলি বাহিনী।
তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এ বিষয়ে একটি খোলা চিঠি দিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই চিঠি প্রকাশ করা হয়।
চিকিৎসাকর্মীদের ওই চিঠিতে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ভয়াবহ হত্যাযজ্ঞের বর্ণনা দেওয়া হয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন অব্যহত রাখার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এমন মুহূর্তেই মার্কিন সরকারের শীর্ষ ব্যক্তিদের কাছে এ ধরনের চিঠি এলো।
চিঠিতে তারা লিখেছেন, ‘সম্ভবত এই সংঘাতে মৃতের সংখ্যা এরইমধ্যে ৯২ হাজারের বেশি। যা আশ্চর্যজনকভাবে গাজার জনসংখ্যার ৪.২ শতাংশ।’
যৌথ চিঠিতে প্রতিটি স্বাক্ষরকারীরা জানিয়েছেন, ‘ফিলিস্তিনি শিশুদের সঙ্গে অমানবিক আচরণ করেছে ইসরায়েল। শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে আক্রমণ করা হচ্ছে। আমাদের প্রত্যেকে প্রতিদিন শিশুদের চিকিৎসা দিই। তাদের মধ্যে কারো মাথায় এবং কারো বুকে গুলি চালানো হয়েছে। কিছু ব্যতিক্রম ছাড়া গাজার প্রত্যেকেই অসুস্থ এবং আহত।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস। হ্যারিস বলেছেন, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের কারণে সেখানকার মানুষকে যে ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা নিয়ে তিনি চুপ থাকবেন না।
কমলা হ্যারিস বলেন, ‘গত নয় মাসে গাজায় যা ঘটেছে তা ভয়াবহ। মৃত শিশুদের ছবি এবং মরিয়া, ক্ষুধার্ত মানুষ নিরাপত্তার জন্য পালিয়ে বেড়াচ্ছে, কখনো কখনো দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের জন্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
আমরা এই ট্র্যাজেডিগুলোর দিকে তাকাতে পারি না। আমরা নিজেদের কষ্টের কাছে অসাড় হতে দিতে পারি না। আর আমি চুপ থাকব না।’
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে বাইডেন মনোনীত ডেমোক্রেটিক প্রার্থী হ্যারিস আরো বলেন, তিনি নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৩৯ হাজার ২০০ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো ৯০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct