বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: ডাক্তারি পড়তে পড়তেই সমাজের সঙ্গে নিবিড় পরিচয় ঘটা জরুরি ডাক্তারি পড়ুয়াদের। তাই সব মেডিক্যাল কলেজকেই শহরে ও গ্রামের নির্দিষ্ট একটি এলাকা ধরে কিছু পরিবারের স্বাস্থ্যের দায়িত্ব নিতে বলেছিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন এন,এম,সি। জেলার প্রথম মেডিক্যাল কলেজ হিসেবে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এর এম,বি,বি,এস পড়ুয়ারা ডায়মন্ড হারবার মহকুমা এলাকায় প্রায় ৩০০ পরিবারকে স্বাস্থ্যের দেখভালের জন্যে দত্তক নিলেন। আজ শুক্রবার বিরিচ পুরে পৌরসভার স্বাস্থ্য ভবনে সেখানে স্বাস্থ্য শিবির আয়োজন করেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ তিনি জানান, প্রতি মাসে বাড়ি-বাড়ি ভিজি়ট করে পরিবারগুলির স্বাস্থ্য সমীক্ষা করবেন ছাত্রছাত্রীরা। আবার প্ৰয়জনে হাসপাতালে এনে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা করা হবে। ধাপে ধাপে পরিবারের সংখ্যা বাড়িয়ে প্রায় এক হাজার করা হবে আগামী দিনে।
আপাতত কলেজের সিনিয়র ডাক্তাররা সেখানে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করবেন। বিভাগীয় প্রধান ডা: সুভ্রজিত নস্কর তিনি জানান এন,এম,সির নির্দেশ অনুযায়ী ডাক্তারি পড়ুয়াদের প্রত্যেককে প্রশিক্ষণের প্রথম তিন বছর ৩ থেকে ৫ পরিবারের স্বাস্থ্য দেখভালের ব্যবস্থা নিতে হবে,তারই অঙ্গ হিসেবে এই পদক্ষেপ। এর ফলে ওই এলাকার প্রায় ১০০০ পরিবারের অন্তত ৩ থেকে ৪ হাজার মানুষ উপকৃত হবেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, এতে একদিকে যেমন পঠনপাঠনের সময়েই রোগীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে ভাবী ডাক্তারদের, তৈরি হবে সামাজিক বন্ধন। তেমনই আবার প্রান্তিক শ্রেণির বহু মানুষ সঠিক সময়ে চিকিৎসার আওতায় আসবেন।
অনেকে জানেনই না হয়তো তাঁর সুগার, টিবি, যৌনরোগ,প্রেসার কিংবা অন্য কোনও অসুখ আছে যা চিকিৎসা করালে সেরে যায়। অথচ হয় ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্য নেই অথবা সংকোচ রয়েছে। এক জন ডাক্তারি পড়ুয়া যখন ঘরের ছেলে মেয়ের মতো বার বার তাদের কাছে যাবেন, তখন কিন্তু ওই সংকোচ ও সমস্যাগুলি মিটে যাবে স্বাভাবিক ছন্দেই এমনটা জানালেন,ফলে যথাসময়ে তারা সঠিক ও পাবেন। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের এমন উদ্যোগ নেওয়াতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে দত্তক নেওয়া তাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct