আপনজন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারক হিসেবে নিযুক্ত হলেন মান্দিসা মায়া। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা তাকে প্রধান বিচারপতি নিযুক্ত করেন।
৬০ বছর বয়সী মায়া বর্তমান প্রধান বিচারক রেমন্ড জোন্ডোর স্থলাভিষিক্ত হবেন। রেমন্ড জোন্ডোর সাংবিধানিক আদালতের বিচারক হিসাবে মেয়াদ শেষ হবে আগস্টের শেষের দিকে।
প্রেসিডেন্ট রামাফোসা গত ফেব্রুয়ারিতে মায়ার মনোনয়নের পর জুডিশিয়াল সার্ভিস কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালে জুডিশিয়াল সার্ভিস কমিশন মান্দিসা মায়াকে প্রধান বিচারকের জন্য সুপারিশ করলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়েছিলেন। রামাফোসা তার পরিবর্তে ৬৪ বছর বয়সী জোনডোকে বেছে নিয়েছিলেন।
তিন সন্তানের মা মান্দিসা মায়া বর্তমানে জোনডোর ডেপুটি হিসেবে আছেন। দেশটির শীর্ষ আদালতের ১০ স্থায়ী বিচারকের মধ্যে চার নারীর একজন তিনি।
বিশ্বের অন্যতম প্রগতিশীল সংবিধানের দেশ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ অনেক বেশি। জাতীয় পরিষদের স্পিকার ও তার ডেপুটি সহ ৪০ শতাংশেরও বেশি আইন প্রণেতা নারী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct