আপনজন ডেস্ক: শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচারস ওয়েলফেয়ার অ্যাসেসিয়েশনের এর পক্ষ থেকে বর্তমান শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মূল্যায়ণ পদ্ধতিতে সামেটিভ পরীক্ষার নিরিখে বাংলার শিক্ষা পোর্টাল ও শিক্ষা দপ্তর নির্দেশিত হোলিস্টিক রিপোর্ট কার্ডে ভিন্ন মার্কস বন্টন সমস্যা সমাধানের জন্য স্কুল শিক্ষা কমিশনার, শিক্ষা সচিব ও বোর্ড সভাপতিকে দাবি জানিয়েছিল। ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম সামেটিভ পরীক্ষা শেষ হয়ে ফলপ্রকাশ হয়ে যাওয়ার পরে স্কুল শিক্ষা কমিশনারের নোটিফিকেশনে সেকেন্ডারি বোর্ড অনুযায়ী স্কুলগুলিকে নতুন মার্ক ভিত্তিক মূল্যায়ণের নির্দেশে সমস্যায় পড়েছে স্কুলগুলি বলে ওই সংগঠনের তরফে অভিযোগ জানানো হয়েছে। তাদের অভিযোগ, ২০২৪ শিক্ষাবর্ষের মাঝে ক্লাস, সিলেবাস, বিষয়, সামেটিভ পরীক্ষা ও মোট নম্বরের কোন সুস্পষ্ট নির্দেশ প্রকাশ না করে একটি বিভ্রান্তিকর ও সমস্যাযুক্ত পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সর্বপরি, প্রথম সামেটিভ এর প্রাপ্ত মার্কস বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার পর হোলিস্টিক রিপোর্ট কার্ডে ভিন্ন মার্কস বন্টন করে এই শিক্ষাবর্ষের মূল্যায়ণ পদ্ধতিতে সমস্যা সৃষ্টি করা হয়েছে ও নতুন হোলিস্টিক রিপোর্ট কার্ড আগামী ২০২৫ শিক্ষাবর্ষ থেকে আগাম প্রস্তুতি নিয়ে শিক্ষক- শিক্ষিকাদের প্রশিক্ষণ মাধ্যমে চালু করার দাবি বাস্তবায়িত হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct